জঙ্গল সলিমপুরে আবার পাহাড় ধস

পাঁচজনের প্রাণহানির তিন দিনের মাথায় আবারও পাহাড় ধস হয়েছে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। তবে এতে কেউ হতাহত হননি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 02:09 PM
Updated : 24 July 2017, 04:18 PM

সোমবার সকালে জঙ্গল সলিমপুর সাত নম্বর সমাজের মাদারবাড়ি শাখার লোকমান ঘোনায় নতুন করে ধস দেখা দেয় বলে পুলিশ জানায়।

সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর ফাঁড়ির এসআই মো. ইসহাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিতে সুমি বেগম নামে এক মহিলার ঘরে পাহাড় থেকে মাটি ধসে পড়ে। তবে ওই সময় বাসায় কেউ ছিলেন না।”

তিনি জানান, প্রবল বর্ষণে পাহাড় ধসের শঙ্কায় সলিমপুর এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছিল। সে কারণে সুমি বেগম পরিবার নিয়ে সরে গিয়েছিলেন।

গত শুক্রবার ভোর রাতে জঙ্গল সলিমপুরে লক্ষণ সাহার সমাজে পাহাড়ের মাটি ধসে এক পরিবারের শিশুসহ পাঁচজন নিহত হয়েছিলেন।

সলিমপুর ইউনিয়নের ১ নম্বর সলিমপুর ওয়ার্ডের বিরি হাট এলাকায় পাহাড়ের খাস জমিতে বেশ কিছু বসতি গড়ে তোলা হয়েছে। এসব বসতিকে স্থানীয়ভাবে আলাদা আলাদা ‘সমাজ’ নামে ভাগ করা হয়েছে।

মূলত দরিদ্র বিভিন্ন পারিবার সেখানে থাকেন, যাদের একটি অংশ বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন।

এদিকে নগরীর খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায়ও পাহাড় ধস হয়েছে সোমবার রাত ৯টার দিকে।

কুসুমবাগ আবাসিক এলাকার দক্ষিণ পাড়ে ছিদ্দিক কোম্পানির বাড়ির পাশে পাহাড়ের একাংশ ধসে কোনো মানুষ হতাহত না হলেও একটি ছাগল মারা গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই স্থানে পাঁচটি দোকান ও দুটি ঘর ছিল। আবারও পাহাড় ধসের আশংকায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ওই দোকান ও ঘরগুলোর মালিক ছিদ্দিক কোম্পানি নামে এক ব্যক্তি। বাড়ির পাশেই ১১টি ছাগল পালন করা হত।