গানে-স্মৃতিচারণে ওস্তাদ মিহির নন্দীকে স্মরণ

স্মৃতিচারণ ও গানে প্রায়ত সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দীকে স্মরণ করেছে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 03:53 PM
Updated : 17 July 2017, 03:53 PM

সোমবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারিতে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অনুপম সেন বলেন, “মিহির নন্দী ‍শুধু একজন সঙ্গীতজ্ঞই নন, তিনি ছিলেন উঁচু মাপের সমাজ সচেতন বিপ্লবী কর্মী।

“গানের মাধ্যমে তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানী সামরিক শাসকের বিরুদ্ধে গানের মধ্য দিয়েই তিনি সংগ্রামের যাত্রা শুরু করেছিলেন।”

অনুষ্ঠানে সাংবাদিক আবুল মোমেন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে শুদ্ধ সঙ্গীত চর্চায় মিহির নন্দী অগ্রণী ভূমিকা পালন করেন। সঙ্গীতের মাধ্যমে তিনি দেশের প্রতিটি গণআন্দোলনে অংশ নেন।

আলোচনায় অংশ নেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ-সভাপতি চন্দন দাশ, গণসঙ্গীত শিল্পী রবিন দে, উদীচী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ দে, শিল্পী মৃণাল ভট্টাচার্য্য, অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ ও উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা।

অনুষ্ঠানে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফী প্রয়াত মিহির নন্দীর গানের সিডি ও ক্রেস্ট তিার স্ত্রী নন্দা নন্দীর হাতে তুলে দেন।

অনুষ্ঠানে মিহির নন্দীর লেখা ও সুর করা গান পরিবেশন করে উদীচী ও আনন্দধ্বনির শিল্পীরা।