চাকরিবিধি লঙ্ঘন: সিসিসির প্রকৌশলীকে অব্যাহতি

চাকরিবিধি ভঙ্গ করায় এক প্রকৌশলীকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 02:46 PM
Updated : 13 July 2017, 02:46 PM

বৃহস্পতিবার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক আদেশে এ অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া শাহিন উল ইসলাম চৌধুরী সিসিসির যান্ত্রিক বিভাগে অস্থায়ী সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকর্মীর সাথে অসম্মানজনক আচরণে চাকরিবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অভিযুক্ত প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সম্প্রতি এক সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন দিলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

চলতি বছরের মে মাসে যান্ত্রিক বিভাগের কয়েকজন চালককে ‘ডোর টু ডোর’ প্রকল্পের কাজের জন্য নগরীর সাগরিকায় পদায়ন করার ঘটনায় একই বিভাগের কয়েকজন কর্মকর্তার সামনে নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাককে কটুক্তি করেন শাহিন উল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে গত ৩ মে মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন সুদীপ বসাক।