হেফজখানায় শিশু বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

চট্টগ্রাম নগরীতে একটি হেফজখানার শিক্ষার্থী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে সেখানকার এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 09:31 AM
Updated : 13 July 2017, 11:07 AM

আটক মো. ইসহাক (২৩) চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা।

তাকে বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার চাক্তাই এলাকার মকবুল সওদাগর মসজিদ সংলগ্ন দারুল এহসান হেফজখানা থেকে আটক করা হয় বলে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানিয়েছেন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুর পরিবার বলাৎকারের অভিযোগ করায় এক শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে; শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।

“শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে।”

নগরীর ময়দার মিল এলাকার বাসিন্দা ১১ বছর বয়সী শিশুটির পরিবারের স্থায়ী নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরে। তিন বছর আগে শিশুটিকে ওই হেফজখানায় ভর্তি হয়।

শিশুটির বাবা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে সকালে ওর মা খাবার নিয়ে দেখা করতে গেলে ছেলে খুব কান্নাকাটি করছিল।

“এরপর তার মাকে জানায়- আগেও একাধিকবার ওই শিক্ষক তাকে বলাৎকার করেছে। ভয় দেখানোয় সে আমাদের কাউকে কিছু বলেনি।”

এর আগে ঈদের ছুটিতে বাসায় গেলে সেখান থেকে শিশুটি হেফজখানায় ফিরতে চাইছিল না বলেও জানান তার বাবা।

বৃহস্পতিবার সকালে শিশুটির মা ঘটনা জানার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে এ বিষয়ে জানানো হয়।

পরে পুলিশ হেফজখানায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং ওই শিক্ষককে আটক করে।