উল্টোপথে চলা লরি চাপায় স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টোপথে চলা লরির চাপায় নিহত হয়েছে এক স্কুলছাত্র।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 11:19 AM
Updated : 8 July 2017, 11:19 AM

শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত জাহেদুল ইসলাম ওরফে জুনায়েদ বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও মগপুকুর পাড় এলাকার বদিউল আলমের ছেলে।

হাইওয়ে পুলিশ কুমিরা ফাঁড়ির পরিদর্শক এসএম জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাড়ির ফিরছিল জুনায়েদ। রাস্তা পার হওয়ার সময় উল্টোপথে আসা একটি লরি তাকে চাপা দেয়।

“সহপাঠী ও স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জুনায়েদ মারা যায়।”

লরিটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন ও স্কুল শিক্ষার্থীরা চালকসহ লরিটি আটক করেছে।”

এদিকে দুর্ঘটনার পর ওই স্কুলের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

পরে পুলিশ গিয়ে তাদের স্তা থেকে সরিয়ে দেয় বলে জানান পরিদর্শক জাহাঙ্গীর।