দুই লাইটারেজে সংঘর্ষের পর উদ্ধার ১২

চট্টগ্রাম বন্দরের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের পর একটি লাইটারে থাকা ১২ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 11:48 AM
Updated : 18 June 2017, 12:07 PM

রোববার বেলা সোয়া ১১টার দিকে বন্দরের বহির্নোঙ্গরে এ ঘটনা ঘটে বলে কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার শেখ ফখরউদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বহির্নোঙ্গরের সৈকতসংলগ্ন এলাকায় লাইটার জাহাজ এমভি পান্তরের সাথে লাইটার সিটি-২২ এর ধাক্কা লাগে।

“এতে এমভি পান্তরের সামনের বাম পামের ওয়াটার লেভেলের ওপর ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে। তখন পান্তরকে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি এলাকায় নিয়ে আসা হয়।”

দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ডের উচ্চগতির বোট মেটালশার্ক -২ ঘটনাস্থলে গিয়ে এমভি পান্তর থেকে ১২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে বলে শেখ ফখরউদ্দিন জানান।

এরা হলেন- হাসিবুর রহমান (৩০), শাহিন (২০), আলামিন খান (২৫), সাদ্দাম (২৮), হাসান সিকদার (২২), সাইফুল (২৮), মনির (৩২), নজরুল ইসলাম (৩৫), রাশেদ (৩৪), মনিরুল ইসলাম (২১), শহিদুল (৩২) ও তহিদুল শেখ (৪০)।