‘এক মিনিটের’ ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড চট্টগ্রামের হালিশহর

চট্টগ্রামে ‘এক মিনিটের’ ঝড়ো হাওয়ায় হালিশহরের বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি দেয়াল চাপায় একজন নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত আরও তিনজন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 08:57 AM
Updated : 13 June 2017, 09:03 AM

মঙ্গলবার ভোর রাত সোয়া ৩টার দিকে এক মিনিটের এ ঝড়ো বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

ফইল্ল্যাতলী, কলেজ রোড, উত্তর সরাইপাড়া লোহার পুল, সগির চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওইসব এলাকায় ছোট ছোট ঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন ভবনের জানালার কাঁচও ভেঙে গেছে। উপড়ে পড়েছে বেশ কয়েক স্থানের বিদ্যুতের খুঁটি।

এতে দেয়াল চাপা পড়ে নিহত মো. হানিফ (৪৫) কাট্টলী বারুণী ঘাটার বাসিন্দা।

হালিশহর থানার এএসআই দীপঙ্কর কুমার শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ঝড়ো হাওয়ায় ঘরের উপর দেয়াল চাপা পড়ে হানিফ মারা যান। এসময় তার পরিবারের আরও তিনজন আহত হয়েছে।

এদিকে রাতের এ ঝড়ে পাহাড়তলী বিতরণ বিভাগের অধীনে হালিশহর এলাকার বিভিন্ন স্থানে অন্তত ২০টি খুঁটি উপড়ে গেছে বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

এ ঝড়ো বাতাসকে মৌসুমি ঝড় অভিহিত করে এটি টর্নোডো নয় বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মৌসুমে এ ধরনের ঝড় হয়। কোনো জায়গায় এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।”