ভিওআইপি: চট্টগ্রামে ১২ হাজার সিম জব্দ

চট্টগ্রামে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের ১২ হাজার ১৭৭টি সিম জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 12:30 PM
Updated : 11 June 2017, 12:30 PM

নগরীর পাঁচলাইশ ও বায়েজিদ থানা এলাকায় সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং র‌্যাবের যৌথ এই অভিযানে দুজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে বিটিআরসি।

জব্দ করা সিমগুলোর মধ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ৮ হাজার ৩৯৯টি সিম রয়েছে বলে রোববার বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে এয়ারটেলের ৩ হাজার ৬৯০টি, গ্রামীণফোনের ৩৩টি, রবির ২০টি এবং বাংলালিংকের ৩৫টি সিম জব্দ করা হয়।

এছাড়া অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ১৯টি জিএসএমএ (সিমবক্স) গেটওয়ে, ১৬টি থ্রিজি মডেম, ১৬টি ইথারনেট সুইচ, ৪টি ল্যাপটপ, ৮টি ডেস্কটপ এবং ৩২২টি জিএসএম আউট ডোর অ্যান্টেনাও জব্দ করা হয়েছে ওই অভিযানে।

এ বিষয়ে পাঁচলাইশ ও বায়েজিদ থানায় আলাদা দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।