নতুন নিজস্ব ক্যাম্পাসে চট্টগ্রামের ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি

নতুন নিজস্ব ক্যাম্পাসে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 11:24 AM
Updated : 11 June 2017, 11:24 AM

নগরীর নাসিরাবাদ এলাকার মোজাফফর নগরে নিজস্ব দুই একর জমিতে গড়ে উঠা এই ক্যাম্পাসটির শিক্ষার্থী ধারণক্ষমতা আট হাজার বলে রোববার ইডিইউ’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এতে বলা হয়- নতুন ক্যাম্পাসে ৬০ হাজার বইয়ের ধারণক্ষমতা সম্পন্ন দ্বিতল গ্রন্থাগারের পাশাপাশি ১১ টি প্রকৌশল গবেষণাগার এবং ১০০টি ব্যবহারিক শ্রেণিকক্ষ রয়েছে। রয়েছে বড় ক্যাফেটেরিয়া।

বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক মানের সঙ্গে মিল রেখে প্রতিটি শ্রেণিকক্ষ ৩৫ আসনের করা হয়েছে বলে জানিয়েছে ইডিইউ।এছাড়া গ্রুপ স্টাডির জন্য রাখা হয়েছে কমনরুম। নারী শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা প্রার্থনাগার, টিভি কক্ষ ও ইনডোর গেমসের সুবিধা।

পাহাড়ঘেরা সবুজের মাঝে দৃষ্টিনন্দন এ ক্যাম্পাস শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যোম ছড়িয়ে দেবে বলে আশা করছে ইডিইউ কর্তৃপক্ষ।