চট্টগ্রামের আট ব্যবসায়ীকে জরিমানা

অতিরিক্ত মুনাফা, অনুমোদনবিহীন ওজনযন্ত্র ব্যবহার এবং মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে চট্টগ্রামের আট ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 01:26 PM
Updated : 10 June 2017, 01:26 PM

শনিবার নগরীর আলাদা তিনটি জায়গায় চালানো এ অভিযানে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এর মধ্যে চকবাজারে দুই কাঁচামরিচ বিক্রেতার প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা কাঁচামরিচ (নওগাঁ থেকে আসে) ৬০ টাকা এবং কালো কাঁচামরিচ (পাবনা থেকে আসে) ৫০ টাকায় বিক্রি করছিলেন দুই খুচরা বিক্রেতা।

তারা প্রতি কেজিতে প্রায় ২০ টাকা করে বেশি নিচ্ছিল জানিয়ে তৌহিদুল বলেন, “কিন্তু সাদা কাচাঁমরিচ সর্বোচ্চ ৪০ টাকা এবং কালো কাঁচামরিচ সর্বোচ্চ ৩০ টাকায় বিক্রি হওয়ার কথা।”

সরবরাহ ব্যবস্থায় কোন ধরনের সংকট ছাড়াই অতিরিক্ত মুনাফা করার দায়ে ওই দুই বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয় বলে জানান তৌহিদুল ইসলাম।

এছাড়া বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ওজনযন্ত্র ব্যবহার করায় একই বাজারের এক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর ফিরিঙ্গি বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দের নেতৃত্বে আরেকটি অভিযান চালানো হয়।

সেখানে মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মুনাফা করার দায়ে চার ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অন্য আরেকটি অভিযানে নগরীর ঝাউতলা বাজারে চলাচলের জায়গা দখল করে ইফতার সামগ্রী বানানোর অপরাধে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।