“ইনস্টিটিউট যে জায়গায় এখন আছে, সেটা বিশেষ কারণে,” বলেন তিনি।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ের মাস্তান নগর ও চিনকি আস্তানার কিছু অংশে পানি ওঠে বলে জানান পূর্ব রেলের ডিআরএম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
রেল কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি লাইনের মাটি দেবে অথবা সরে যেতে পারে এ আশংকায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।”
রেলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রেললাইন ডুবে যাওয়ায় ঢাকামুখী মহানগর গোধুলী মিরসরাইয়ের বড়কাতিয়া স্টেশনে আটকে আছে। আটকে আছে।
চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস বিকাল ৫টায় ছাড়েনি এবং চাঁদপুরমুখী মেঘনা এক্সপ্রেসের যাত্রা বিলম্ব হচ্ছে।