চট্টগ্রামে শরীফ হত্যায় ৪ জন গ্রেপ্তার, বাবার মামলা

চট্টগ্রামের লালখান বাজারে মো. শরীফ হত্যার ঘটনায় একটি মামলা করেছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 09:22 AM
Updated : 19 April 2017, 09:22 AM

মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনার পর রাতে অভিযান চালিয়ে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

শরিফের বাবা মো. হেলাল বুধবার সকালে ১১ জনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার সন্ধ্যায় লালখান বাজারের বাঘঘোনা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় শরীফ ওরফে টেম্পু শরীফকে (২৭), যিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন।

খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, শরীফ খুন হওয়ার পর লালখান বাজার এলাকায় রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন তারা।

এই চারজন হলেন- ওয়াসিম উদ্দিন, মো. সোহেল, মাঈনুদ্দিন হানিফ ও মো. আরমান।

এসআই সাদেকা আফরোজা জানান, গ্রেপ্তার চারজনসহ মোট ১১ জনের নাম রয়েছে শরীফের বাবার মামলায়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে এজাহারে আসামি করা হয়েছে।

২০১৫ সালে লালখান বাজার পোড়া কলোনি থেকে মো. খোকন সরকার নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ওই বছরই শরীফকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।