পুষ্টি বিষয়ক অ্যাপ তৈরি করে পুরস্কৃত ইডিইউয়ের ৪ শিক্ষার্থী

পুষ্টি বিষয়ক অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে পুরস্কৃত হয়েছে ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) চার শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 03:13 PM
Updated : 17 April 2017, 03:13 PM

সম্প্রতি কৃষিবিদ ইনস্টিটিউটের আয়োজনে ‘নিউট্রিশান অলিম্পিয়াড ২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে চার শিক্ষার্থীর দলটি।

প্রতিয়োগিতায় সারা দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

সোমবার ইডিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চার শিক্ষার্থী নিসর্গ নিগার, আলা নূর, নাসরিন সিদ্দিকা ও অনন্যা ব্যানার্জি ইডিইউর কম্টিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।

বাংলাদেশের মানুষ এখন অভূক্ত না থাকলেও পুষ্টিকর খাবার সম্পর্কে এখনো সচেতনতা তৈরি হয়নি। মূলত সে জিনিসটি মাথায় রেখে চার শিক্ষার্থী যৌথভাবে এ অ্যাপটি নির্মাণ করে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

কোন খাবারের কি গুণাগুণ, বাচ্চাদের পুষ্টিকর খাবার, প্রশ্ন লিখে রোগের উত্তর পাওয়ার টিপস, ঘরে বসে রোগ নির্ণয় ও অ্যামার্জেন্সিতে অভিজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগের ফোন নম্বর পাওয়া যাবে এ অ্যাপে।

কৃষিবিদ ইনিস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে রানার আপ দলটির হাতে ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।