চট্টগ্রামে অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে বৈশাখী উৎসব

অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে চট্টগ্রামে বৈশাখী উৎসব করেছে ‘আলোর ঠিকানা’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 07:39 PM
Updated : 15 April 2017, 07:39 PM

চট্টগ্রাম পুরতান রেল স্টেশন এলাকায় অধিকার বঞ্চিত শিশুদের বিদ্যালয় ‘আলোর ঠিকানা’ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার বিকালে এই অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সংস্কৃতি সংগঠক ফরিদ মাহমুদ এবং চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর ঠিকানা’র সভাপতি শাহ আলম। শিশুদের নিয়ে নানা আয়োজনের মধ্যে ছিল গান, নাচ, যাদু, ফ্যাশন শো ও আবৃত্তি। এতে চট্টগ্রামের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয়।

এর আগে শুক্রবার দুপুরে অধিকার বঞ্চিত শিশুদের জন্য খিচুড়ি-ইলিশের আয়োজন করা হয়।

দুই বছর আগে অধিকার বঞ্চিত শিশুদের জন্য পুরাতন রেল স্টেশন এলাকায় বিদ্যালয়টি গড়ে তোলা হয়। সেখানে সপ্তাহে ছয় দিন অধিকার বঞ্চিত শিশুদের অক্ষরজ্ঞান প্রদানসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।