চট্টগ্রামে ‘রাজস্ব হালখাতা’ চালু

বকেয়া আদায় নয়, পরিশোধ- প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও রাজস্ব হালখাতা চালু করেছে আয়কর বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 01:39 PM
Updated : 13 April 2017, 01:39 PM

বৃহস্পতিবার আগ্রবাদের সরকারি কার্যভবন-১ প্রাঙ্গনে এ হালখাতা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে আয়কর প্রশাসন, চট্টগ্রাম।

সকালে চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

গ্রাম বাংলার চিরায়ত হালখাতা উৎসবের মতো করে এখানেও গদিতে ক্যাশ বাক্স নিয়ে বসে থাকতে দেখা যায় কর কর্মচারীদের। তাদের সবার পরনে ছিল পাঞ্জাবী আর হাতে ছিল হালনাগাদ নতুন লালখাতা।

করদাতাদের বরণ করা হয় মিষ্টিমুখ করিয়ে।

অনুষ্ঠান প্রাঙ্গণ সাজানো হয়েছে নানা ধরনের বাঙ্গালী অনুষঙ্গ তাল পাতার পাখা, মালসা, বাঁশের বেড়া, কুলা, টুকরী, ধামা আর কুঁড়েঘর দিয়ে।

চট্টগ্রাম আয়কর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সকালে অনুষ্ঠান উদ্বোধনের এক ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ কোটি টাকা রজস্ব আদায় হয়েছে।