সীতাকুণ্ডের জঙ্গি দম্পতি তৃতীয় দফায় রিমান্ডে

সীতাকুণ্ডের আমিরাবাদের আস্তানা থেকে গ্রেপ্তার জঙ্গি দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2017, 12:13 PM
Updated : 1 April 2017, 12:13 PM

শনিবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিন শুনানি শেষে দুই মামলায় জহিরুল হক জসিম ও আর্জিনার ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) এএইচএম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ডের প্রেমতলায় ছায়ানীড় ভবনে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা সন্ত্রাস দমন আইনের মামলায় ১০ দিন এবং হত্যার মামলায় ১৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

আদালত সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ দিন ও হত্যা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।

সর্বশেষ ১৭ মার্চ ও ২৮ মার্চ জঙ্গি দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফায় হেফাজতে নিয়েছিল পুলিশ।

গত ১৫ মার্চ সীতাকুণ্ডের নামার বাজার ওয়ার্ডের আমিরাবাদ এলাকার সাধন কুটিরে অভিযান চালিয়ে এই জঙ্গি দম্পতিকে গ্রেপ্তারের পর ১৭ মার্চ সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে দুই মামলা করা হয়।

কাপড় ব্যবসায়ী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেওয়া জসিমের জাতীয় পরিচয়পত্র দেখে সাধন কুটিরের বাড়িওয়ালার সন্দেহ থেকে ওই জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।

সেখান থেকে জসিম ও তার স্ত্রী আর্জিনাকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে পাশের ৫ নম্বর প্রেমতলা ওয়ার্ডের ‘ছায়ানীড়’ ভবনের জঙ্গি আস্তানায় অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে এক শিশুসহ পাঁচ জন নিহত হয়।

ওই অভিযানে বোমা উদ্ধার ও হতাহতের ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে আরও দুটি মামলা করা হয়।

এসব মামলাতেও জসিম ও আর্জিনা আসামি করা হয়েছে।