বন্দরের তথ্য চেয়েছে দুদক

দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে চট্টগ্রাম বন্দরের গত কয়েক বছরের অডিট রিপোর্ট, ক্রয় সংক্রান্ত তথ্য-উপাত্ত, আর্থিক বিভিন্ন বিষয়ের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকও চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 12:55 PM
Updated : 20 March 2017, 01:23 PM

সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবালের সঙ্গে দুদকের পরিচালক জায়েদ হোসেন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বৈঠক করে।

ওই বৈঠকেই এই তথ্য চাওয়া হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

চট্টগ্রাম বন্দরে চার ঘণ্টার এই বৈঠকে দুদক দলের সদস্য বেনজির আহমেদ ও ইসমাঈল আহমেদ ছিলেন।

সভায় বন্দরের দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় জানিয়ে প্রণব ভট্টাচার্য্য বলেন, “বন্দরের গত কয়েক বছরের অডিট রিপোর্ট চেয়েছে দুদক দল।

“এছাড়া বন্দরের ক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত, বন্দরের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সংক্রান্ত বিষয়াদি, আর্থিক বিভিন্ন বিষয়ের তথ্য চাওয়া হয়েছে।”

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ওই সব তথ্য-উপাত্ত শিগগির দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান দুদক উপ-পরিচালক প্রণব।

জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দর সংক্রান্ত যেসব অভিযোগ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। 

“আমরা আগামীকালও (মঙ্গলবার) বন্দরে কাজ করব। এরপর ঢাকায় ফিরে যাব।”