চট্টগ্রামে ৫ বেকারিকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিষাক্ত উপাদান মেশানোয় পাঁচ বেকারিকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 04:14 PM
Updated : 19 March 2017, 04:14 PM

রোববার নগরীর কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) দুটি ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাট এলাকার পশ্চিম মাদারবাড়ির মাহফুজ বেকারিকে খাদ্যপণ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানোয় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেহের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া মেশানোয় একই এলাকার প্যারাগন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন সিসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

অন্য একটি অভিযানে পূর্ব মাদারবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় জাফর বেকারিকে পাঁচ হাজার টাকা, এসএস ফুডসকে ৪০ হাজার টাকা, প্রগতিকে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন সিসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার।