চট্টগ্রামে ১১ লাখ টাকাসহ তিন ‘জেএসএস’ সদস্য আটক

চট্টগ্রামের হাটহাজারী থেকে তিন জনকে ১১ লাখ টাকাসহ আটক করা হয়েছে, যাদেরকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সদস্য বলছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 07:35 AM
Updated : 19 March 2017, 10:45 AM

এরা হলেন- খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার ধন বিকাশ চাকমা (৬০), বান্দরবানের টংকাবতির প্রেম রঞ্জন চাকমা (৩২) ও রাঙামাটির বিলাইছড়ির রুবেল তঞ্চংগ্যা (১৯)।

শনিবার রাতে হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাটহাজারী বাস স্ট্যান্ডে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১১ লাখ টাকা পাওয়া যায়। সেগুলোর ব্যাপারে সঠিক কোনো তথ্য দিতে পারেনি।

তারা বান্দরবান থেকে রাঙামাটি যাওয়ার জন্য হাটহাজারি এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান সাফায়াত।

আটক তিন জনকে জেএসএস কর্মী বললেও তাদের বিস্তারিত আর কোনো পরিচয় জানাতে পারেননি র‌্যাব কর্মকর্তারা।