চবি সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইদের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 03:35 PM
Updated : 18 March 2017, 03:35 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

সভায় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক গুণগত অবস্থান তৈরিতে অ্যালামনাইর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদের সাফল্যের ওপরই নির্ভর করে বিভাগের সার্বিক ভাবমূর্তি।

চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকতা পেশার বিকাশ ও প্রসারে সাংবাদিকতা বিভাগের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, দেশ-জাতির কল্যাণে তাই সাংবাদিকদের দায়িত্ব অনেক।

বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিকতা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আতিকুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সহ-সভাপতি আতাউল গণি সুমন ও সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ।