বেহাল সড়ক ঠিক করতে ৩ মাস

চট্টগ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর আগামী তিন মাসের মধ্যে বিমান বন্দর সড়কের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 02:54 PM
Updated : 13 March 2017, 02:54 PM

সোমবার নগর ভবনে জাইকার প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গেড় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

রোববার নৌবাহিনীর দুটি সাবমেরিন উদ্বোধনের পর নৌ ঘাঁটি থেকে বোট ক্লাবে গিয়ে নিজের নামে করা পানি শোধনাগার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নৌঘাঁটি থেকে বেরিয়ে ১১ নম্বর রোড (এয়ারপোর্ট রোড) ধরে বোট ক্লাবে যাওয়ার পথে বেহাল সড়ক দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মেয়র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তাঘাটের বিষয়ে আমি গতকাল থেকেই কাজ শুরু করেছি।

“এ গাফিলতি কেন হল, কিভাবে হল সেটা জানার জন্যই আমি আজকে প্রকৌশলী, জাইকার প্রকল্প পরিচালক ও ঠিকাদারদের সঙ্গে নিয়ে বসেছি। আগামী ২০ জুনের মধ্যে বিমানবন্দর সড়কের তিনটি ব্রিজের কাজ যে কোনো মূল্যে শেষ করার নির্দেশ দিয়েছি।”

পাশপাশি সড়কের কাজও এসময়ের মধ্যে শেষ করা হবে বলে তিনি জানান।

ঝড়, প্রাকৃতিক দুর্যোগ কোনো অজুহাত মানা হবে না জানিয়ে তিনি বলেন, “তারা কিভাবে কাজটি শেষ করবে সেটার একটা চার্ট আমাকে আগামী পরশু জমা দিতে বলেছি।”