দুই বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা

পণ্য উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকায় চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় দুটি বেকারিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 02:37 PM
Updated : 13 March 2017, 02:37 PM

সোমবার দুপুরে পশ্চিম মাদারবাড়ি এলাকার ‘জাফর বেকারি’ ও ‘পানাহার বেকারিকে’ এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিয়া খাতুন ও সৈয়দ মোরাদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলী জানান, পণ্য উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণের তারিখ না থাকার পাশাপাশি বেকারি দুটির পণ্য উৎপাদনের পরিবেশ অস্বাস্থ্যকর দেখা গেছে।

এসব কারণে জাফর বেকারিকে ৫০ হাজার ও পানহার বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পাঁচলাইশ থানাধীন বিরিহাট এলাকার এম হোসেন হার্ডওয়ারকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন পিরাচলিত ভ্রাম্যমাণ আদালত।