প্রিমিয়ার ছাত্র সোহেল হত্যা মামলা সিআইডিতে নেওয়ার দাবি

চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমদ সোহেল হত্যা মামলা সিআইডিতে হস্তান্তরের দাবি জানিয়েছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 01:14 PM
Updated : 11 Jan 2017, 01:41 PM

বুধবার নগরীর লালদিঘী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধনে এ দাবি জানান সোহেলের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাসিম আহমদ সোহেলের সহপাঠীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে আবু তাহের বলেন, ১০ মাস অতিবাহিত হয়ে গেছে। পুলিশ এখনো হত্যাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কেউ গ্রেপ্তার না হওয়ার ঘটনায় তার পরিবার হতাশ জানিয়ে তিনি বলেন, ‍“মামলার সুষ্ঠু তদন্তের জন্য সিআইডিতে মামলাটি হস্তান্তরের জন্য আমি সরকারকে অনুরোধ জানাই।”

মানববন্ধনে অংশ নেওয়া ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। ন্যায় বিচারের স্বার্থেই সোহেলের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধন শেষে পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে শির্ক্ষাথীরা।

গত বছর ২৮ মার্চ বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষের ছুরিকাঘাতে নিহত হন নাসিম আহমদ সোহেল।

অন্যান্যদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিন।