বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতায় ৩ জাহাজকে জরিমানা

চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা তৈরিসহ বিভিন্ন অপরাধে তিনটি লাইটারেজ জাহাজকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2017, 01:07 PM
Updated : 11 Jan 2017, 01:07 PM

বুধবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জরিমানার পাশাপাশি বন্দর চ্যানেলে অবস্থানরত আরও পাঁচটি লাইটারেজ থেকে বন্দরের বকেয়া সাত লাখ ৮২ হাজার টাকা আদায় করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় জাহাজ চলাচলে বাধা সৃষ্টি, মাস্টার ছাড়া জাহাজ চালানোসহ নিরাপত্তা সরঞ্জাম না থাকায় জাহাজ তিনটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাহাজ তিনটি হল- এমভি মহিউদ্দিন জব্বার, এমভি জাহানারা, এমভি বাংলার গান।

এছাড়া এমভি নওরোজ, এমভি মহিউদ্দিন জব্বার, এফভি ইউরো স্টার-১, এফভি উষা, এমভি বাংলার গান নামের পাঁচ জাহাজের কাছ থেকে বকেয়া সাত লাখ ৮২ হাজার টাকা আদায় করা হয়।