‘নদীপথে জেলে ছদ্ধবেশে পাচার করা হচ্ছে ইয়াবা’

ইয়াবা পাচারকারীরা টেকনাফের নাফ নদী দিয়ে জেলের বেশে ইয়াবা পাচারের নতুন কৌশল ব্যবহার করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 12:38 PM
Updated : 27 Sept 2016, 12:38 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, টেকনাফের নাফ নদীতে জেলেদের বেশে ইয়াবা পাচার করা হচ্ছে।

“দূর থেকে দেখলে মনে হয় তারা নদীতে মাছ ধরছে। আসলে মাছ ধরার আড়ালে ইয়াবা পরিবহন করা হয়।”

এটাকে ‘নতুন কৌশল’ অভিহিত করে জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, নাফ নদী ছাড়াও চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী, সীতাকুণ্ড ও মিরসরাই উপকূলে এভাবে ইয়াবা পাচার করা হচ্ছে।

অন্যদিকে টেকনাফের নাফ নদী ও বাকখালি খাল হয়ে নাইক্ষ্যংছড়ির স্থলপথেও ইয়াবা ঢুকছে বলে জানান তিনি।

“জেলেদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছি। জেলেদের নিয়ন্ত্রণ করতে পারলে ইয়াবার প্রকোপ কমাতে আমরা সমর্থ হব।”

সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবীদের পরিচয়পত্র প্রদানে ব্যবস্থা নিতে পূজা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান নূরে আলম মিনা।

পাশাপাশি পূজামণ্ডপে বখাটেদের উৎপাত বন্ধে পুলিশ টহলের ব্যবস্থা হবে বলেও জানান তিনি।

নূরে আলম মিনা বলেন, “অবৈধ মোটর সাইকেলে কিছু তরুণ পূজার সময় নানান বিশৃঙ্খলা তৈরি করে এ খবর আমাদের কাছে আছে। এ সময়ে আমরা অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব।”

সভায় নবনিযুক্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন মাদকের বিরুদ্ধে পারিবারিক পর্যায়ে সচেতনতার বৃদ্ধির উপর গুরুত্ব দেন।

তিনি বলেন, “চাহিদা না থাকলে সরবরাহ কমে যাবে। তাই আমাদের উচিত শুরুতে নিজের সন্তানদের মাদকের বিরুদ্ধে সচেতন করে তোলা।

“সচেতন করে তুলতে পারলে মাদকের ভয়াবহতা থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারব।”

সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা ও নগরীর বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।