এইচএসিতে চট্টগ্রামে পাসের হার ৬৪.৬০%

গতবারের তুলনায় এইচএসসিতে এবার পাশের হার বাড়ার পাশাপাশি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2016, 06:30 AM
Updated : 18 August 2016, 10:45 AM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।

এইচএসসিতে এবার চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬০ শতাংশ, যা গত বছর ছিল ৬৩ দশমিক ৪৯ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৫৩ জন, যা গতবার ছিল দুই হাজার ১২৯ জন।

৮৭ হাজার ৫৪২ জন শিক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮৬ হাজার ৭১৬ জন, যা মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ হাজার ১৬ জন।

গতবার ৮০ হাজার ৭০৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিল ৫১ হাজার ২৪৩ জন।

এবার চট্টগ্রামে ছাত্রীদের উত্তীর্ণ হওয়ার হার ৬৫ দশমিক ৫২ শতাংশ, ছাত্রদের ৬৩ দশমিক  ৬৭ শতাংশ। 

তিন বিভাগের মধ্যে এবার মানবিকে পাসের হার সবচেয়ে কম, যা গত বছরের চেয়েও কম।

এবার চট্টগ্রামে বিজ্ঞান বিভাগ থেকে ৭৬ দশমিক ৬৬ শতাংশ, মানবিকে ৫১ দশমিক ৬২ ও ব্যবসায় শিক্ষায় ৭০ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

গতবার উত্তীর্ণ হওয়ার হার ছিল বিজ্ঞানে ৭৩ দশমিক ৮৭ শতাংশ, মানবিকে ৫২ দশমিক ৩৩ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৮ দশমিক ৩৬ শতাংশ।

গতবছরের তুলনায় এবছর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে মানবিকে।

জিপিএ-৫ পাওয়া দুই হাজার ২৫৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগের এক হাজার ৬৭৩ জন, যা গতবছর ছিল এক হাজার ৫৯৩। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫২৪ জন, যা গতবছর ছিল ৪৬০ জন।   

মানবিকে গত বছরের তুলনায় পাসের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও করেছে। এবছর মানবিক থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন, যা গতবছরের চেয়ে ২১ জন কম।

পার্বত্য জেলায় বেড়েছে পাস

এবছর তিন পার্বত্য জেলায় পাসের হার বাড়লেও কক্সবাজারে কমেছে। এবছর কক্সবাজারে পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ, যা গতবার ছিল ৬৪ দশমিক ৮০ শতাংশ।

এবছর রাঙামাটিতে পাসের হার ৪৭ দশমিক ১৪, বান্দরবানে ৬১ দশমিক ৬৪, খাগড়াছড়িতে ৫১ দশমিক ৭০ শতাংশ।

এদিকে মহানগর ছাড়া চট্টগ্রামের ১৪টি উপজেলায় পাশের হার ৬০ দশমিক ২৩ ও চট্টগ্রাম মহানগরে পাশের হার ৭৬ দশমিক ৯৬।

জিপিএ-৫ পাওয়া শীর্ষ ১০ কলেজ

এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি ৪৬৯ জন জিপিএ-৫ পেয়েছেন সরকারি চট্টগ্রাম কলেজের। হাজী মুহাম্মদ মহসিন কলেজের ৪৩৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এছাড়া চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২১৭, সরকারি কমার্স কলেজের ২০৫, সরকারি সিটি কলেজের ১৯৮, নৌবাহিনী কলেজের ৬৪, সরকারি মহিলা কলেজের ৬১, কক্সবাজার সরকারি কলেজের ৬০, হাজেরা তজু কলেজের ৫২ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

এ শিক্ষা বোর্ডে পাঁচটি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।

কলেজগুলো হলো- ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, ইউরিয়া ফার্টিলাইজার কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ও মহানগর কলেজ।