ভোটের আগের দিন চট্টগ্রামে নিহত ১

শেষ ধাপের ইউপি নির্বাচনের আগের দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2016, 03:20 PM
Updated : 3 June 2016, 03:20 PM

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের খলিফা পাড়া কেন্দ্রের কাছে সংঘর্ষে মো. ফারুক (৩৫) নামে একজন নিহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, গুরুতর আহত অবস্থায় ফারুককে সন্ধ্যা ৬টায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আনোয়ারা থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনী সহিংসতায় একজন মারা গেছেন। তবে তিনি কার সমর্থক তা এখনি বলতে পারছি না।”

সদস্য প্রার্থী ওমর ফারুক ও মো. মুছার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে স্থানীয় কয়েকজন সাংবাদিক জানান।

সংঘর্ষে আবদুর রহমান ও ফরহাদ নামে আরও দুজন আহত হন বলে জানান তারা।

এর আগে দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে তিনজনকে ধরে পুলিশে দেয় বিজিবি।

ইউপি নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে শনিবার আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নে ভোট হবে।