চট্টগ্রামে প্রস্তুত ৪৭৯ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ আঘাত হানলে উপকূলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয়েছে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকার ৪৭৯ আশ্রয় কেন্দ্র।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 04:59 PM
Updated : 20 May 2016, 04:59 PM

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার সভায় এ তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এছাড়া এসব ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে চলে আসতে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, আমরা সর্বোচ্চ সক্ষমতা নিয়ে প্রস্তুত আছি। উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে চলে আসার অনুরোধ জানিয়ে মাইকিং করা হচ্ছে।

“যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে চলে আসতে পারলে ভালো হয়। আমাদের স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত আছে।”

সভায় জানানো হয় চট্টগ্রামের উপজেলাগুলোতে ইউএনওদের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জন প্রতিনিধিরা ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় নিয়ে ইতোমধ্যে বৈঠক করেছেন।

এছাড়া সাইক্লোন প্রিপারেশন প্রোগ্রাম (সিপিপি) এর আওতায় চট্টগ্রামে মোট ছয় হাজার ছয়শ ৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছেন।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, আনসার-ভিডিপি-পুলিশ, রেডক্রস, রেডক্রিসেন্ট এবং অন্যান্য বেসরকারি সংস্থা মিলিয়ে প্রায় এক লাখ স্বেচ্ছাসেবক দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলা প্রস্তুত আছে।

ঘূর্ণিঝড়ের পরে দুর্গত লোকদের চিকিতসা সেবা দেওয়ার জন্য ২৪২ টি মেডিকেল টিম প্রস্তুত আছে বলেও জানানো হয় সভায়।