শুক্রবার বিকালে নগরীর সেন্টপ্লাসিডস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসএসসি উত্তীর্ণদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের অর্জিত শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।”
নিজে বড় ও মহৎ হয়ে দেশকে সোনার বাংলায় পরিণত করতে কাজ করতে হবে মন্তব্য করে অধ্যাপক অনুপম বলেন, সমাজকে আলোকিত করার কাজ করে যেতে হবে।
“দেশে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে ২৩ শতাংশ মানুষ; এটিকে শূন্যে নিয়ে আসতে হবে। এজন্য দরকার শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মোমবাতি হাতে নিজেদের মানবিক মূলবোধকে জাগ্রত করে দয়াশীল মানুষ হওয়ার মাধ্যমে অবহেলিত ও নিপীড়িত মানুষের প্রতি দয়ার হাত প্রসারিত করার শপথ নেন।
অনুষ্ঠানে গান, নৃত্য এবং নাটিকা পরিবেশন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম ধর্মপ্রদেশের বিশপ মজেস এম কস্তা’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সেন্ট প্লাসিডস স্কুলের অধ্যক্ষ ব্রাদার প্রদীপ লুইস রোজারিওসহ অন্যরা বক্তব্য রাখেন।