চট্টগ্রামের ‘টেম্পু বাহিনী’র প্রধান ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা ও ডাকাতির অভিযোগসহ দুই ডজন মামলার আসামি ‘টেম্পু বাহিনী’র প্রধান ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 09:01 AM
Updated : 20 May 2016, 10:29 AM
এরা হলেন- ইসমাইল হোসেন ওরফে টেম্পু (৩০), মো. ইসতিয়াক (২৬) ও মো. শরীফ (২৮)। এদের মধ্যে লক্ষীপুরের রামগড়ের বাসিন্দা ইসমাইল তার নিজের নামে পরিচিত অপরাধচক্র ‘টেম্পু বাহিনী’র প্রধান।

বৃহস্পতিবার গভীর রাতে বায়েজিদ এলাকার থানার সাংবাদিক পাহাড় এলাকা থেকে ২০০ ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে থানার ওসি মো. মহসিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টেম্পুর বিরুদ্ধে পাঁচলাইশ, বায়েজিদ ও চান্দগাঁও থানায় চাঁদাবাজি, ডাকাতি, হত্যা ও দ্রুত বিচার আইনে মোট ২৪টি মামলা আছে।” 

ওসি মহসিন জানান, ইসতিয়াক পাঁচলাইশ থানার উৎপল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আর নগরীর শীর্ষ ছিনতাইকারী শরীফ একটি মামলায় পাঁচ বছর সাজা খেটে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতি প্রস্তুতির কয়েকটি মামলা আছে।

বৃহস্পতিবার রাতে পরোয়ানাভুক্ত আরেক আসামি মো. রিপনকে (২১) কেও গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি ও চুরিসহ চারটি মামলা আছে।