চট্টগ্রামে দুই কোটি টাকার বৈদ্যুতিক পাখা জব্দ

শুল্ক ও ভ্যাট ফাঁকির অভিযোগে চট্টগ্রামে বৈদ্যুতিক পাখা ভর্তি দুটি কভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2016, 09:36 AM
Updated : 8 Nov 2017, 09:03 AM

শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে নগরীর নয়াবাজার এলাকায় পাখা ভর্তি ভ্যান দুটি আটক করা হয়।

এসব বৈদ্যুতিক পাখার আনুমানিক দাম দুই কোটি টাকা বলে  জানান তিনি।

জাকির বলেন, “গোল্ডেন সন নামের একটি প্রতিষ্ঠান এসব পাখা তৈরি করে সাতক্ষীরা ও সিলেটে পাঠাচ্ছিল।

“প্রতিষ্ঠানটি রপ্তানির জন্য বন্ড সুবিধায় ফ্যানের উপকরণ আমদানি করে। অথচ তারা ফ্যান বানিয়ে খোলা বাজারে বিক্রি করছে। এর মাধ্যমে তারা আমদানি পর্যায়ে শুল্ক এবং ব্যবসায়ী পর্যায়ে মূসক ফাঁকি দিচ্ছে।”

ভ্যান দুটির চালক ও সহকারীদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর নয়শ’ পাখাসহ একই প্রতিষ্ঠানের আরও একটি কর্ভাড ভ্যান আটক করেন শুল্ক গোয়েন্দারা।