চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে।
Published : 23 Mar 2016, 12:02 AM
নিহত রিয়াজ উদ্দিন নয়ন (২৮) উপজেলার বড় দারোগারহাটের মহালঙ্গা গ্রামের সালেহ আহমেদের ছেলে।
সীতাকুণ্ড থানার এসআই মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহালঙ্গা গ্রামের মোল্লা মার্কেটের সামনে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত নয়নকে কুপিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সীতাকুণ্ডের এসআই মাহফুজুর রহমান।
তিনি বলেন, “দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে সেখানে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”