চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইদ্রিস আজগর নির্বাচিত হয়েছে।
Published : 22 Mar 2016, 08:06 PM
মঙ্গলবার ভোট গণনা শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এই ফলাফল ঘোষণা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকা প্রতীক নিয়ে ইদ্রিস আজগর সাত হাজার ৪১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৬৭ ভোট। এছাড়া ধানের শীষ প্রতীক নিয়ে মুজিবল হক পেয়েছেন এক হাজার ৭৭৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তা সাইফুল জানান, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৪৯৭ জন।
৬০ দশমিক ৬৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলেও জানান তিনি।