চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে অস্ত্র ও গুলিসহ যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
Published : 22 Mar 2016, 07:55 PM
গ্রেপ্তার মো. রোকন উদ্দিন ওরফে পিস্তল রোকন (৩৩) উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ ছলিমপুর ফকিরহাট কাজীপাড়ার শফিউল আলমের ছেলে।
মঙ্গলবার ভোরে উপজেলার ছলিমপুর এলাকায় এই বন্দুকযুদ্ধ হয় বলে সন্ধ্যায় র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি আমিরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরহাট কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেভেন পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও ম্যাগজিনসহ রোকনকে গ্রেপ্তার করা হয়।
এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়ে দাবি করে র্যাব কর্মকর্তা আমিরুল্লাহ বলেন, গুলাগুলির পর সন্ত্রসীরা পালিয়ে গেলে সেখান থেকে দুইটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, দুইটি কিরিচ ও কিছু বিষ্ফোরিত রকেট ফ্লেয়ারের অংশ উদ্ধার করা হয়।