মহানগর প্রভাতীর নাম বদল, চার ট্রেনে নতুন সূচি

আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতীর নাম পাল্টে ‘মহানগর এক্সপ্রেস’ করা হয়েছে; একইসঙ্গে চারটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এসেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2016, 01:51 PM
Updated : 3 Jan 2016, 01:52 PM

(ফাইল ছবি)

রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে এই নতুন সময়সূচি নির্ধারণ করে রেলওয়ে পূর্বাঞ্চল।

নতুন সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেস সকাল ৭টার পরিবর্তে চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১২টায় ছাড়বে। একই ট্রেন ঢাকা থেকে ছাড়বে রাত ৯টায়।

এছাড়া সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ৬টা ৪০ মিনিটের বদলে সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ছাড়বে।

তবে ঢাকা থেকে এই ট্রেনের ছাড়ার সময় অপরিবর্তিত রাখা হয়েছে।

ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৪০ মিনিটের পরিবর্তে সোয়া ৮টায় ছাড়বে।

সিলেটমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস সকাল সোয়া ৮টার পরিবর্তে নতুন সূচি অনুযায়ী ছাড়বে সকাল পৌনে ৯টায়।

আগামী ৭ জানুয়ারি থেকে নতুন সূচিতে এই চারটি ট্রেন চলবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পূর্ব রেলে উপ-পরিচালক (জনসংযোগ) জোবেদা আক্তার।