বিজয় দিবসে কোটি কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের অংশ হিসেবে চট্টগ্রামে কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।
Published : 16 Dec 2015, 07:49 PM
বুধবার বিকাল চারটা ৩১ মিনিটে সারাদেশের মতো চট্টগ্রামেও চেরাগীর পাহাড় মোড়ে গণজাগরণ মঞ্চ আয়োজিত এ কর্মসূচিতে হাজারো কণ্ঠে বেজে উঠে জাতীয় সংগীত।
গণজাগরণ মঞ্চের কর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নিয়ে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করেন।
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরিফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজয়ের এই দিনে আমরা বাকি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছি।”
কর্মসূচিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দর দাশ, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচীর জেলা সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্তা, কেন্দ্রীয় সদস্য সুনীল ধর উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেয় উদীচী শিল্পী গোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ছাত্রফ্রন্ট।