চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিজয় মেলার মধ্যে বেলুন ফোলানোর জন্য আনা এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে; আহত হয়েছে তিন শিশুসহ চারজন।
Published : 16 Dec 2015, 02:42 PM
বুধবার বেলা পৌনে ২টার দিকে ‘পশ্চিম গোমদণ্ডি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’ মাঠে এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানান।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তিনিই বেলুন বিক্রি করছিলেন বলে পুলিশের ধারণা।
আহতদের মধ্যে সেন্টু মিয়া (৪০) একজন অটোরিকশা চালক। আহত শিশু সানি, সাকিব ও নঈমুদ্দিনের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। তারা মেলায় ঘুরতে এসেছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয় দিবস উপলক্ষে ওই বিদ্যালয়ের মাঠে চার দিনের বিজয় মেলা শুরু হয়েছে।
“মেলায় গ্যাস বেলুন বিক্রির জন্য একজন অটোরিকশায় করে গ্যাস সিলিন্ডার নিয়ে আসে। অটো থেকে সিলিন্ডার নামানোর পরপরই সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অটো চালকসহ অন্য শিশুরা আহত হয়।”
আহত চারজনকে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বোয়লখালী থানার এসআই দেলোয়ার হোসেন জানান।