প্রতিষ্ঠার সপ্তম বছরে এফএমসি ডকইয়ার্ড

দেশের অন্যতম শীর্ষ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের এফএমসি ডক ইয়ার্ড প্রতিষ্ঠার সপ্তম বছরে পদার্পণ করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2015, 04:05 PM
Updated : 9 Dec 2015, 04:05 PM
বুধবার প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন ইয়ার্ডের প্রধান নির্বাহী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।

এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির বোয়ালখালী ইয়ার্ডেও নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনীতে ইয়ার্ডের প্রধান নির্বাহী মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, একদল নিষ্ঠাবান কর্মীর পরিশ্রমের ফলে ছয় বছরে এফএমসি ডকইয়ার্ড দেশের জাহাজ নির্মাণ শিল্পে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ব্যাংক ঋণের সুদসহ সরকারি প্রণোদনা পেলে এফএমসিসহ দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো জিডিপিতে আরও বেশি অবদান রাখতে পারবে বলে মন্তব্য করেন তিনি।

বোয়ালখালীর পশ্চিম গোমদীতে কর্ণফুলী নদীর তীরে এফএমসি ডকইয়ার্ড ২০০৯ সালের ৯ ডিসেম্বর যাত্রা শুরু করে।

প্রতিষ্ঠার পর থেকে এফএমসি অয়েল ট্যাংকার, ড্রেজার, কনটেইনার ভ্যাসেল, ফিশিং ভ্যাসেল, রিসার্স ভ্যাসেল, ক্রুজ ভ্যাসেল, সার্ভে ভ্যাসেল, ফেরি, টাগ বোট ও পন্টুন নির্মাণ করে দেশে-বিদেশে সরবরাহ করে আসছে।

অফসোর ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাওয়ার প্ল্যান্ট, জেটি, ট্যাংক টার্মিনাল নির্মাণেও সফলতা দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ইয়ার্ডে রয়েছে দেশের সবচেয়ে দীর্ঘ স্লিপওয়ে, যেখানে বড় আকারের সমুদ্রগামী জাহাজ মেরামত করা যায়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এফএমসি’র পরিচালক (অর্থ) খাতুনে জান্নাত, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম রাজা, পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ ইয়াসির রাব্বী, পরিচালক (প্রশাসন) সৈয়দ মোহাম্মদ শাহেদ, পরিচালক (মিডিয়া) মহসীন কাজী, বাংলা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।