শুল্ক ফাঁকি: চট্টগ্রামে সাড়ে ৯০০ বৈদ্যুতিক পাখা জব্দ

স্থানীয়ভাবে বিক্রির মাধ্যমে শুল্ক ও ভ্যাট ফাঁকির অভিযোগে রপ্তানিকারক একটি প্রতিষ্ঠানের তৈরি সাড়ে ৯০০ বৈদ্যুতিক পাখা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2015, 05:09 AM
Updated : 8 Nov 2017, 09:02 AM

সোমবার গভীর রাতে নগরীর বারিক বিল্ডিং এলাকায় একটি কভার্ড ভ্যান থেকে পাখাগুলো জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন জানিয়েছেন।

কভার্ড ভ্যানের চালকের বরাত দিয়ে তিনি বলেন, চট্টগ্রামের ‘গোল্ডেন সন’ নামে একটি প্রতিষ্ঠানের তৈরি এসব পাখা বগুড়ায় নেওয়া হচ্ছিল।

কভার্ড ভ্যানে জুবলী রোডের ‘বিএনবি সেলস অ্যান্ড মার্কেটিং’ নামে একটি প্রতিষ্ঠানের চালানপত্র পাওয়া গেছে, যেখানে ৯৬৩টি ফ্যান বিক্রির তথ্য রয়েছে।

পাখা রপ্তানির জন্য গোল্ডেন সান বন্ড সুবিধায় মালামাল আমদানি করে জানিয়ে শুল্ক কর্মকর্তা জাকির বলেন, “খোলা বাজারে পাখা বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি আমদানি পর্যায়ে শুল্ক ও ব্যবসায়ী পর্যায়ে মূসক ফাঁকি দিয়েছে।”

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।