একসঙ্গে ছয় সন্তান প্রসব ফটিকছড়ির গৃহবধূর

জেলার ফটিকছড়ি উপজেলার এক গৃহবধূ (২৮) একসঙ্গে ছয়টি সন্তান প্রসব করেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2015, 08:32 AM
Updated : 7 Nov 2015, 08:33 AM

চট্টগ্রাম নগরীর জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে শনিবার সকালে একটি পুত্র ও পাঁচটি কন্যা সন্তান প্রসব করেন তিনি।

তবে জন্মের এক ঘণ্টার মধ্যেই তার পুত্রটির পাশাপাশি তিনটি কন্যা সন্তানের মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ও গাইনি কনসালট্যান্ট রুবি দত্ত।

ফটিকছড়ির চাতকনগর গ্রামের ওই গৃহবধূর স্বামী আবুধাবি থাকেন। তাদের তিন বছর বয়সী একটি মেয়ে আছে।

রুবি দত্ত জানান, ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই নারী সকাল সাড়ে ৭টার দিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল ১০টার দিকে স্বাভাবিক উপায়েই (নরমাল ডেলিভারি) তিনি ছয় সন্তান প্রসব করেন। শিশুদের ওজন হয় ৫শ’ থেকে ৬শ’ গ্রাম। ঘণ্টা খানেকের মধ্যেই তার চার সন্তান মারা গেছে।”

রুবি দত্ত আরও জানান, জীবিত দুই কন্যাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ইনসেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মা জেমিসন মাতৃসদন হাসপাতালেই আছেন।

তিনি জানান, বছর খানেক আগে এক নারী চার সন্তান প্রসব করেছিলেন। তাদের একটি মৃত ও তিনটি জীবিত ছিল। একসঙ্গে ছয় সন্তান প্রসবের ঘটনা এই হাসপাতালে এটাই প্রথম।