চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি হয়েছে।
Published : 03 Nov 2015, 12:45 PM
তিন সহকারী প্রক্টরকে নিয়ে গঠিত এই কমিটির নেতৃত্বে রয়েছেন হেলাল উদ্দিন আহম্মদ। অপর দুজন হলেন- মিজানুর রহমান ও শহিদুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটিকে সংঘর্ষের কারণ ও দোষীদের শনাক্ত করতে বলা হয়েছে।
“প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হলেও দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে সোমবার সকালে পরীক্ষা শুরুর আগে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে মিছিল করার সময় হাতাহাতিতে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপুর অনুসারী ‘সিক্সটি নাইন’ গ্রুপ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারী ‘সিএফসি’ গ্রুপের কর্মীরা
এর পর সভাপতির অনুসারীরা শাহজালাল হল এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ আমানত হলে অবস্থান নেয়। বেলা সোয়া ১১টার দিকে উভয়পক্ষের মধ্যে সশস্ত্র ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ হয়।
এতে পাঁচ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড গুলি ছোড়ে।