মিরসরাইয়ে চালের ট্রাক খাদে, নিহত ৭

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় চালের ট্রাক খাদে পড়ে সাতজন শ্রমিক নিহত হয়েছেন; আরও অন্তত চারজন আহত হয়েছেন।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2015, 02:21 AM
Updated : 12 Oct 2015, 06:14 AM

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় ঘরতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান।

নিহতরা হলেন- কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫), আজাদ (২৫)। 

এদের মধ্যে আজাদ বগুড়ার এবং অন্যরা নওগাঁর বাসিন্দা।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রাকটি নওগাঁ থেকে চাল নিয়ে চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট সরকারি খাদ্য গুদামে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফরিদ উদ্দিন বলেন, “ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে চালের বস্তার উপরে বসে থাকা সাতজন ঘটনাস্থলেই মারা যান।”

সবাই চালের বস্তার নিচে চাপা পড়ে মারা গেছেন জানিয়ে সার্জেন্ট ফরিদ বলেন, “আহতরা জানিয়েছেন, তারা সবাই কাজের সন্ধানে নওগাঁ থেকে চট্টগ্রাম আসছিল। কমখরচে চট্টগ্রাম আসার জন্য তারা ট্রাকে উঠেছিল।”

লাশগুলো জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতরাও পুলিশের হেফজতে রয়েছেন।