পুনেতে ঐচ্ছিক অনুশীলনে আসেন কেবল একজন পেসার, তাই মাঠে আসেননি বিদায়ী পেস বোলিং কোচও।
Published : 10 Nov 2023, 11:41 AM
কোচিং স্টাফের সবাইকে দেখা গেল একে একে মাঠে নামতে। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা যাকে নিয়ে, সেই অ্যালান ডোনাল্ডের দেখা নেই। নেই তো নেই-ই। পরে জানা গেল, অনুশীলনে আসেননি বাংলাদেশের বিদায়ী পেস বোলিং কোচ।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ অনুশীলন সেশন এটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন শুক্রবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয় প্রস্তুতি পর্ব। তবে দলের বেশির ভাগ ক্রিকেটারই মাঠে আসেননি। ঐচ্ছিক অনুশীলন ছিল এ দিন। টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, কেবল ৭ জন এসেছেন অনুশীলনে।
ঐচ্ছিক অনুশীলনেও সাধারণত কোচিং স্টাফরা আসেন। ডোনাল্ড ছাড়া অন্যরা যথারীতি ছিলেন মাঠে। তাই কৌতূহল ও প্রশ্নও জাগতে থাকে। কয়েকদিন ধরেই তো দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসারকে নিয়ে টানাপোড়েন চলছে বাংলাদেশের ক্রিকেটে!
দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ নিয়ে ডোনাল্ডের মন্তব্য বাংলাদেশ দলের বিপক্ষে যায়। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন যে, টাইমড আউট করার এই সিদ্ধান্তটির সঙ্গে তিনি একমত নন এবং পারলে তিনি মাঠে গিয়ে এটা থামাতেন। এরপর বিসিবি থেকে তাকে জানানো হয় যে, তার বক্তব্য আচরণবিধির লঙ্ঘন ও ব্যাপারটিতে বিসিবি খুশি নয়।
এটির রেশ থাকতে থাকতেই বৃহস্পতিবার টিম মিটিংয়ের কথা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ডোনাল্ড। এই বিশ্বকাপ দিয়েই বিসিবির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। চুক্তির মেয়াদ যে তিনি বাড়াচ্ছেন না, এটিই ক্রিকেটারদের জানিয়ে দেন তিনি। সেই কথাই সংবাদমাধ্যমে চলে আসে। তাতে হতাশ ডোনাল্ড।
বেশ কিছু সংবাদমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানান। এরপর শুক্রবার সকালে তাকে অনুশীলনে না দেখতে পাওয়ায় সাম্প্রতিক সব কিছুর সংযোগ খোঁজার অবকাশ থাকেই।
তবে অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, এরকম কোনো ব্যাপার নেই।
“আজকে ঐচ্ছিক অনুশীলন। পেসারদের মধ্যে কেবল একজন এসেছে। এজন্যই পেস বোলিং কোচের আসাটা জরুরি ছিল না।"
ডোনাল্ড নিজেও পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন একই কথা।
পেসারদের মধ্যে এ দিনের অনুশীলনে ছিলেন কেবল হাসান মাহমুদ। এছাড়াও ছিলেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক এবং ঐচ্ছিক অনুশীলন কখনোই যিনি বাদ দেন না, সেই মুশফিকুর রহিম।
ছুটি কাটিয়ে আগের দিন সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেওয়া লিটন নেটে ব্যাটিং অনুশীলন করেন বেশ অনেকটা সময়। লম্বা ব্যাটিং সেশন করেন সাকিব আল হাসানের বদলি হিসেবে দলে যোগ দেওয়া এনামুলও।
অনুশীলনে ছিলেন না এ দিন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিভাস চান্দ্রাসেকারানও। বিশ্বকাপ দিয়ে চুক্তি শেষ হচ্ছে তারও এবং তিনিও নবায়ন করছেন না। তিনিও শেষ অনুশীলনে আসেননি ঐচ্ছিক সেশন বলেই।