- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসছে আসরে দেখা যাবে না ক্রিস গেইলকে। নতুন টুর্নামেন্ট ‘সিক্সটি’ নিয়েই এখন তার সব ভাবনা। রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন ৬০ বলের এই টুর্নামেন্টের জন্য।
- আইপিএলের নিয়মিত মুখ ছিলেন ক্রিস গেইল। খেলেছেন প্রতিযোগিতাটির ১৫ আসরের ১৩টিতেই। টুর্নামেন্টের বেশ কয়েকটি রেকর্ডে ঝলঝল করছে ক্যারিবিয়ান এই বিস্ফোরক ব্যাটসম্যানের নাম। কিন্তু এবারের আইপিএলের মেগা নিলামে নামই দেননি তিনি। অবশেষে খোলাসা করলেন কারণ।
- আসর জুড়ে নিষ্প্রভ ক্রিস গেইল কি সেরাটা জমিয়ে রেখেছেন ফাইনালের জন্য? ডোয়াইন ব্রাভো কিংবা মুজিব উর রহমান কি দেখাবেন দারুণ কোনো ঝলক? ফরচুন বরিশালের কোচ হিসেবে এসব না চাওয়ার কোনো কারণ নেই খালেদ মাহমুদের। তবে মুনিম শাহরিয়ার কিংবা মেহেদি হাসান রানার মতো স্থানীয় তরুণদের হাত ধরে শিরোপা এলে বেশি ভালো লাগবে তার।
- বিপিএলের চলতি আসরে সাকিব আল হাসান যা করছেন, তা যেন মুনিম শাহরিয়ারের কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে। কোনো মানুষের পক্ষে এমন করা সম্ভব! ধারাবাহিকভাবে ম্যাচের পর ম্যাচ ব্যাটে-বলে এভাবে নিজেকে মেলে ধরা, টানা চার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা। এই বিপিএল আর সাকিবের সামগ্রিক ক্যারিয়ার মিলিয়ে তরুণ সতীর্থ মুনিমের কাছে তিনি যেন এক অতিমানব।
- ১৯ ওভার খেলে টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ১৭০ ছুঁয়ে ফেলার নজির আছে ক্রিস গেইলের। সেঞ্চুরি তো কতগুলোই করেছেন এর চেয়ে অনেক কম ওভার খেলে। ৩০ বলে, ৪৪ -৪৫ বলে সেঞ্চুরির কীর্তিও আছে। সেই গেইল এবার ফিফটির দেখা পেলেন ১৯তম ওভারে, ৪৩ বল খেলে! সময়ের থাবা এমনই প্রবল যে, এমন ফিফটির পরও স্বস্তি পাওয়ার কথা তার। দীর্ঘ অপেক্ষার পর যে এলো এই পঞ্চাশ!
- সিলেটে আসার পর ফরচুন বরিশালের প্রথম অনুশীলন সেশন হলো রোববার সকালে। সেখানে দেখা গেল না ক্রিস গেইলকে। অনুশীলনে তাকে ঢাকা-চট্টগ্রামেও খুব একটা দেখা যায়নি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের মতো তারকাদের অনুশীলনে খুব একটা আগ্রহ অনেক সময়ই থাকে না। তাতে প্রশ্নও খুব একটা ওঠে না। তবে এবার প্রশ্নটা উঠল। ব্যাটে যখন রান নেই, পারিপার্শ্বিক অনেক কিছুই যে তখন চোখে লাগে আরও বেশি!
- “একটা সেঞ্চুরি পাওনা আছে। আশা করি আজ…” ম্যাচ শুরুর একটু আগে চওড়া হাসিতে বললেন ক্রিস গেইল। কিন্তু ম্যাচ শুরুর একটু পর তার হাসি গেল হারিয়ে। আশা পূরণ হলো না মোটেও। শতরান তো বহুদূর, আউট হয়ে গেলেন তিনি স্রেফ ৪ রান করেই।
- ওপেনিংয়ে ফিরে ক্রিস গেইলের ঝলকের পরও লক্ষ্যটা নাগালেই রাখতে পেরেছিলেন থিসারা পেরেরা, মেহেদি হাসানরা। তবে বোলিংয়ে তাদেরও যেন ছাড়িয়ে গেলেন মুজিব উর রহমান, মেহেদি হাসান রানারা। তাদের নৈপুণ্যে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সকে হারাল ফরচুন বরিশাল।
- তিন ওভারেই নেই চার উইকেট! মাঝারি লক্ষ্যও খুব কঠিন হয়ে গেল এমন শুরুর পর। কিন্তু টপ অর্ডার বিধ্বস্ত হলেও মাথা নোয়ালেন না মাহমুদউল্লাহ ও শুভাগত হোম। দারুণ জুটিতে দুজন উদ্ধা করলেন দলকে। চেনা ঝড়ো ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল শেষ করলেন কাজ। ফরচুন বরিশালকে প্রথম হারের স্বাদ দিয়ে মিনিস্টার ঢাকা পেল প্রথম জয়ের দেখা।
- ঢাকায় পা রাখার ২৪ ঘণ্টা পরই মাঠে নেমে গেলেন ক্রিস গেইল। কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর ক্যারিবিয়ান এই মহাতারকাকে একাদশে রেখেছে ফরচুন বরিশাল।
- বিপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচেই বিস্ফোরক এক সেঞ্চুরি উপহার দিয়েছিলেন ক্রিস গেইল। তার পর থেকে এই টুর্নামেন্টে তার ব্যাট থেকে জন্ম হয়েছে অবিশ্বাস্য সব সংখ্যার, খেলেছেন চোখধাঁধানো কিছু ইনিংস। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরেকবার প্রিয় আসরে খেলতে এসেছেন ‘ইউনিভার্স বস’ নামে পরিচিত এই মহাতারকা।
- জ্যামাইকায় ঘরের দর্শকের সামনে একটি ম্যাচ খেলে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চান ক্রিস গেইল। তবে তার চাওয়া আপাতত পূরণ হচ্ছে না। আয়ারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচে চোখ ছিল টি-টোয়েন্টির এই মহাতারকার, সেই ম্যাচের ওয়েস্ট ইন্ডিজ দলে রাখা হয়নি তাকে। ক্যারিবিয়ান সংবাদমাধ্যমের খবর, বছরের পরের দিকে অন্য কোনো সময় সুযোগমতো আয়োজন করার চেষ্টা করা হবে গেইলের বিদায়ী ম্যাচ।
- বিদায়ের সব আয়োজন সারা হয়ে গেলেও জ্যামাইকায় ঘরের দর্শকের সামনে একটি ম্যাচ খেলে অবসরের ঘোষণা দিতে চেয়েছিলেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই বিধ্বংসী ব্যাটসম্যানের চাওয়া পূরণ করতে চায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
- বিদায়ী আয়োজন তো হলো, কিন্তু বিদায়ের ঘোষণা তো হলো না! অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের পর ক্রিস গেইলকে নিয়ে এটিই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত সেই কৌতূহল মেটালেন ক্যারিবিয়ান মহাতারকা। ঘরের মাঠ জ্যামাইকায় নিজের দর্শকদের সামনে বিদায়ী ম্যাচ খেলে অবসর নিতে চান তিনি। সেই সুযোগ না পেলে, এখানেই সমাপ্তি।
- ব্যাট হাতে সেরা সময়ের একটু ঝলক, এরপরই শেষ। প্যাট কামিন্সের বলে আউট হয়ে গেলেন ক্রিস গেইল। আবার দৃষ্টি কাড়লেন মাঠ ছাড়ার সময়। হাসি মুখে ব্যাট উঁচিয়ে মাঠ থেকে বের হলেন তিনি। ডাগআউটে সতীর্থরাও তাকে অভিবাদন জানালেন, জড়িয়ে ধরলেন ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডাররা। টুকরো টুকরো ছবিগুলোই বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ইনিংসটি বুঝি খেলে ফেললেন ক্যারিবিয়ান মহাতারকা।
- আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের একাদশে ক্রিস গেইল ‘অটোমেটিক চয়েজ’ নয়, কার্টলি অ্যামব্রোসের এমন মন্তব্যে ভীষণ চটেছেন এই ব্যাটসম্যান। ২০ ওভার ক্রিকেটের মহাতারকা বললেন, অ্যামব্রোসের প্রতি এখন সামান্যতম শ্রদ্ধাবোধও তার নেই।
- ৬ হাজারে বাবর আজম ছিলেন দেশের দ্রুততম। পরের হাজারে তিনি ছাড়িয়ে গেলেন বিশ্বের সবাইকে। সবচেয়ে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক।
- জাতীয় দলের হয়ে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে গত কয়েক মাস ধরে প্রায় টানা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছেন ক্রিস গেইল। সামনেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও একই ধকল সইতে হবে। বৈশ্বিক আসরে নিজেকে সতেজ রাখতে তাই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছাড়ছেন পাঞ্জাব কিংসের ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
- জাসপ্রিত বুমরাহর শর্ট বল পুল করে ছক্কায় ওড়ালেন বিরাট কোহলি। সঙ্গে তিনি গড়লেন দারুণ এক কীর্তি। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে স্পর্শ করলেন ১০ হাজার রান।
- টি-টোয়েন্টি ক্রিকেটের অবিসংবাদিত সম্রাট ক্রিস গেইল। ছক্কারও রাজা। এভিন লুইস টি-টোয়েন্টির আরেক সেনসেশন, এগোচ্ছেন একই পথ ধরে। পূর্বসূরিকেই এবার একটি জায়গায় ছাড়িয়ে গেলেন উত্তরসূরি। গেইলকে পেরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার দ্রুততম সেঞ্চুরিয়ান এখন লুইস।
- ঝড়ো ব্যাটিং, কার্যকর বোলিং আর চোখধাঁধানো ফিল্ডিং, ক্যারিবিয়ান টি-টোয়েন্টির প্যাকেজ যেন দেখা গেল ম্যাচে। ৯ ছক্কায় এভিন লুইসের বিস্ফোরক ব্যাটিং গড়ে দিল বড় স্কোরের ভিত্তি। শেলডন কটরেল আর আন্দ্রে রাসেল সময়মতো এনে দিলেন উইকেট। চমক হয়ে এলেন ক্রিস গেইল। গতিময় অফ স্পিন আর ফুল লেংথ ডেলিভারিতে রাশ টানলেন রানের গতিতে। সব মিলিয়ে শেষটাও জয়ে রাঙাল ওয়েস্ট ইন্ডিজ।
- ক্রিস গেইল নিজেকে বলেন ‘ইউনিভার্স বস।’ একসময় তার ব্যাটেও থাকত ‘ইউনিভার্স বস’ লেখা স্টিকার। আইসিসির বাধায় সেটা চালিয়ে যেতে পারেননি। এখন তার ব্যাটে স্টিকার থাকে শুধু ‘দা বস।’ তবে মাঠের ভেতরে-বাইরে বরাবরই বিনোদনদায়ী এই তারকা মজা করে বললেন, আইসিসির নিদের্শনা মেনে চললেও ক্রিকেটের সত্যিকারের বস তিনি নিজেই।
- ছক্কার রাজা তিনি। টি-টোয়েন্টি ব্যাটিংয়ের অবিসংবাদিত সম্রাট। অর্জনে ঠাসা ক্যারিয়ারে আরেকটি মাইলফলক ছোঁয়ার ম্যাচে ছক্কায় ভর করেই ধাপে ধাপে এগোলেন ক্রিস গেইল। ২০ ওভারের ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে পা রাখলেন ১৪ হাজার রানের সীমানায়।
- আকিলা দনাঞ্জয়ার বলটি মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে দিলেন কাইরন পোলার্ড। ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপের চিৎকার, “সিক্স সিক্সেস ফর কাইরন পোলার্ড… হার্শেল গিবস, যুবরাজ সিং, ইউ হ্যাভ কোম্পানি…।” ছয় ছক্কা মেরে পোলার্ড যখন কুর্নিশ করছেন সতীর্থদের, বোলার দনাঞ্জয়ার শির তখন নত হয়ে আছে হতাশায়। অথচ আগের ওভারেই তিনি উড়ছিলেন হ্যাটট্রিক আনন্দে!
- দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া হয়ে গেছে। তবে ক্রিস গেইলের তৃষ্ণা মেটেনি। আরেকটি বিশ্বকাপ জয়ের সুধা পান করতে চান টি-টোয়েন্টির এই কিংবদন্তি। সেই তাড়না থেকেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের আরেকটি নতুন অধ্যায়।
- প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিস গেইল। চমক জাগিয়ে ৯ বছর পর দলে জায়গা পেলেন পেসার ফিদেল এডওয়ার্ডস।
- আইপিএলে এতদিন শাহরুখ খান ছিলেন একজনই। গোটা ভারতেও কি নয়? তবে চেনা সেই দৃশ্যপটে এখন একটু বদল। কলকাতা নাইট রাইডার্সের স্বত্বাধিকারী ও বলিউড বাদশা শাহরুখ খান নয়, আপাতত আলোচনায় ক্রিকেটার শাহরুখ খান। আগ্রাসী এই ব্যাটসম্যান তুমুল নাড়া দিয়েছেন আইপিএলের নিলামে। এই শাহরুখের আবার তর সইছে না ক্রিস গেইলের সঙ্গে দেখা করতে।
- বয়স পেরিয় গেছে ৪১। কিন্তু ক্রিস গেইল এখনও শুনতে পাচ্ছেন না শেষের ডাক। অবসরের কোনো ভাবনাই আপাতত নেই তার। ক্যারিবিয়ান মহাতারকা সাফ জানিয়ে দিলেন, আরও বছর পাঁচেক খেলতে পারবেন বলেই বিশ্বাস তার।
- আরও লম্বা হলো লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে সরে যাওয়া ক্রিকেটারের তালিকা। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ক্রিস গেইল, সরফরাজ আহমেদ ও লিয়াম প্লাঙ্কেট।
- টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ সব কীর্তি গড়েছেন ক্রিস গেইল। সেসব নিয়ে ক্রিকেট বিশ্বে বিস্ময়ের সুর ওঠে নিয়মিতই। হাজার ছক্কার মাইলফলক স্পর্শ করার পর আবারও বইছে গেইল-স্তুতির জোয়ার। ভারতীয় কিংবদন্তি বিরেন্দর শেবাগ, যিনি নিজেও ছিলেন বিস্ফোরক ব্যাটসম্যান, গেইলকে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান বলেই ঘোষণা করে দিলেন তিনি।
- স্কোরকার্ড বলছে, ৯৯ রানে আউট ক্রিস গেইল। কিন্তু গেইলের কাছে সেটিই শেষ কথা নয়। ব্যাট হাতে ২২ গজে যেমন তিনি বিনোদনের উৎস, তেমনি বিনোদনের পসরা মেলে ধরেন মাঠের বাইরেও। ৯৯ রানে আউট হয়েও হাসিমুখে বলছেন, এটিকে তিনি সেঞ্চুরি হিসেবেই ধরে নিয়েছেন!
- টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার ছক্কার অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ক্রিস গেইল। হাজার ছক্কার এই পথচলায় পরিসংখ্যানে আরও যেসব আঁকিবুকি করেছেন এই ক্যারিবিয়ান, সেসবও কম বিস্ময়কর নয়।
- ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন ক্রিস গেইল গড়লেন অনন্য এক কীর্তি। একমাত্র ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার ছক্কার মাইলফলক ছুঁলেন এই ক্যারিবিয়ান।
- বয়স ৪১, কিন্তু এর তেমন কোনো ছাপ নেই ক্রিস গেইলের পারফরম্যান্সে। এখনও ২২ গজে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন তিনি। সেটা ধরে রাখতে চান আরও কিছুদিন। তাইতো ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান জানিয়ে দিলেন, আপাতত অবসরের কোনো ভাবনা নেই তার।
- ক্রিস গেইলকে স্রেফ বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে দেখেন না শচিন টেন্ডুলকার। তার মতে, ক্যারিবিয়ান এই ওপেনারও খেলেন মাথা খাটিয়ে। প্রতিপক্ষের বোলার বুঝে গেইলের ইনিংস সাজানোর প্রক্রিয়ায় মুগ্ধ ভারতীয় ব্যাটিং কিংবদন্তি। তার চোখে গেইল বেশ স্মার্ট একজন ক্রিকেটার।
- লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটের তারিখ পিছিয়েছে কয়েকবার। শেষ পর্যন্ত সোমবার যখন সেটি হলো, অনলাইন আয়োজনে দেখা গেল চূড়ান্ত বিশৃঙ্খলা। ড্রাফটের নিয়ম-কানুন, ক্রিকেটার বাছাইয়ের পদ্ধতি, সবকিছু নিয়ে গোলমাল পাকাল বারবার। এসবের মধ্য দিয়েই শেষ হলো ড্রাফট। সেখানে দল পেলেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শহিদ আফ্রিদি, ফাফ দু প্লেসিরা।
- ব্যাটের পেছনে স্টিকারে বড় করে লেখা ‘দা বস।’ ফিফটির পর উদযাপনে সেই লেখার দিকেই ইঙ্গিত করে দেখালেন ক্রিস গেইল। সেটুকু না করলেও অবশ্য চলত। ‘ইউনিভার্স বস’ হিসেবেই তো তাকে চেনেন সবাই! ‘মহাবিশ্বের বস’ যিনি, তিনি তো আর নার্ভাস হতে পারেন না। ম্যাচ শেষে মজার ছলে সেটিই মনে করিয়ে দিলেন গেইল।
- যদি এবি ডি ভিলিয়ার্স না নামতেন আর অমন করে বোলারদের ওপর চড়াও না হতেন-কি হতে পারতো এখনও ভাবেন ক্রিস গেইল। ক্যারিবিয়ান বিস্ফোরক এই ওপেনারের বিশ্বাস, তেমনটা না হলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন তিনি।
- টি-টোয়েন্টির চোখ ধাঁধানো সাফল্যে প্রায়ই আড়ালে পড়ে যায় বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ক্রিস গেইলের অর্জন। ক্যারিবিয়ানদের হয়ে খেলেছেন একশর বেশি টেস্ট, আছে ট্রিপল সেঞ্চুরি। এই বাঁহাতি ওপেনারের কাছে টেস্ট ক্রিকেটই সবচেয়ে চ্যালেঞ্জিং। এই সংস্করণের সঙ্গে মিল খুঁজে পান জীবনের।
- যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে ক্রীড়াঙ্গনকেও। ফুটবল মাঠে চলছে প্রতিবাদ। এবার ক্রিকেট তারকা ক্রিস গেইল বললেন, ক্রিকেটেও আছে বর্ণবাদের কালো থাবা। তিনি নিজেই হয়েছেন এটির শিকার।
- শঙ্কা ছিল শাস্তি পাওয়ার। তবে নিজের ব্যাখ্যায় সিপিএলের টুর্নামেন্ট কমিটিকে সন্তুষ্ট করতে পেরেছেন ক্রিস গেইল। জ্যামাইকা তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি ও রামনরেশ সারওয়ানকে নিয়ে বিস্ফোরক মন্তব্যের জন্য শাস্তি পেতে হচ্ছে না ক্যারিবিয়ান বাঁহাতি ওপেনারের।
- জ্যামাইকা তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি ও রামনরেশ সারওয়ানকে নিয়ে ক্রিস গেইলের মন্তব্যের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহর বেশি। তবে প্রসঙ্গটি চাপা পড়ে যায়নি এখনই। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিটের যা ইঙ্গিত, তাতে বিস্ফোরক মন্তব্যের জন্য শাস্তি পেতে পারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।
- এক সময়ের সতীর্থ তার সম্পর্কে এমন মানহানিকর কথা বলতে পারেন, ভাবতেও পারেননি রামনরেশ সারওয়ান। বড় একটা ধাক্কা খাওয়া সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক উড়িয়ে দিয়েছেন ক্রিস গেইলের সব অভিযোগ।
- জ্যামাইকা তালাওয়াহসের ক্রিস গেইলকে ছেড়ে দেওয়ার পেছনে রামনারেশ সারওয়ানের যে কোনো হাত নেই, তা নিশ্চিত করেছে সিপিএলের দলটি। ক্রিকেটীয় ও ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
- সাবেক সতীর্থ রামনারেশ সারওয়ানের ওপর বেজায় ক্ষেপেছেন ক্রিস গেইল। সিপিএলের দল জ্যামাইকা তালাওয়াহসের তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সহকারী কোচ সারওয়ানের হাত আছে বলে মনে করেন ক্যারিবিয়ান বিধ্বংসী এই ব্যাটসম্যান।
- ২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন দলে খেলবেন ক্রিস গেইল। অষ্টম আসরের জন্য টি-টোয়েন্টির এই মহাতারকাকে দলে ভিড়িয়েছে সেন্ট লুসিয়া জুকস।
- টি-টোয়েন্টিতে সবচেয়ে কাঙ্ক্ষিত খেলোয়াড়দের একজন আন্দ্রে রাসেল। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন অনেকবার। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে বিধ্বংসী এই ব্যাটসম্যানের গুরুত্ব বোঝাতে তাকে ক্রিস গেইল ও ব্রায়ান লারার সঙ্গে তুলনা করেছেন ডোয়াইন ব্রাভো।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচের জন্য দল গঠনের কাজ প্রায় গুছিয়ে এনেছে বিসিবি। বোর্ড প্রধান জানিয়েছেন, বিশ্ব একাদশের হয়ে ক্রিস গেইল, ফাফ দু প্লেসির মতো তারকা ক্রিকেটার খেলবেন।
- ক্রিস গেইল শট খেললেন যেন আলতো করে। কিন্তু বল বুঝে গেল ব্যাটের দাপট, চোখের পলকে উড়ে আছড়ে পড়ল গ্যালারিতে। পরের বলেই সব খতম! বল ছোবল দিল স্টাম্পে, উড়ল বেলস। গেইলের সঙ্গে দ্বৈরথে আবারও জয় তরুণ আফিফ হোসেনের। রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল বলছেন, গেইলের বিপক্ষে বোলিংয়ের কঠিন চ্যালেঞ্জ দারুণ উপভোগ করেন আফিফ।
- বিপিএলে বড় ম্যাচে বেশির ভাগ সময়ে জ্বলে ওঠা ক্রিস গেইল আবার খেললেন টর্নেডো ইনিংস। ক্রিজে গিয়ে ঝড় তুললেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক মাহমুদউল্লাহও। শেষের দিকের দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রাখতে পেরেছিল রাজশাহী রয়্যালস। শুরুর মন্থর ব্যাটিংয়ে কাজটা হয়ে পড়েছিল ভীষণ কঠিন। তবে ব্যাটিং তাণ্ডবে রোমাঞ্চকর ম্যাচে দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। দলকে নিয়ে গেছেন ফাইনালে।
- এবারের বিপিএলে ক্রিস গেইলের শুরুটা ঠিক প্রত্যাশিত হয়নি। আভাস দিয়েই থেমে গিয়েছিল গেইল-ঝড়। তিনি নিজেও বুঝতে পারছেন, এতটুকু যথেষ্ট নয়। পরের ম্যাচেই নিজের ছাপ ফেলতে চান ক্যারিবিয়ান ওপেনার।
- অগাস্টের পর থেকে আছেন জাতীয় দলের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ পরিষ্কার নয়। বয়সও হয়ে গেছে ৪০। আর কত দিন খেলবেন ক্রিস গেইল? ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মনের দুয়ার খুলে দিলেন ক্যারিবিয়ান ওপেনার। জানালেন, খেলতে চান আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৪৫ বছর পর্যন্ত চালিয়ে যেতে চান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।
- আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় আইসিসির ‘চার দিনের টেস্ট’ ভাবনা। এর পক্ষে-বিপক্ষে আসছে নানা মত। এবার ক্রিস গেইল জানালেন নিজের ভাবনা। টেস্টকে পাঁচ দিনেই রাখা উচিত বলে মনে করেন টি-টোয়েন্টির কিংবদন্তি ব্যাটসম্যান।
- বিপিএলে নিজের প্রথম ম্যাচে দারুণ সব স্মৃতি আছে ক্রিস গেইলের। প্রথম আসরের প্রথম ম্যাচ রাঙিয়েছিলেন সেঞ্চুরিতে, দ্বিতীয়বার একটি ম্যাচ খেলে সেটিতেই ছিল সেঞ্চুরি। এবারও দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন টি-টোয়েন্টির এই মহাতারকা। তবে থেমে গেছেন ক্যামিও ইনিংস খেলেই।
- আগেই শেষ চার নিশ্চিত করা দুই দলের ম্যাচে মূল কৌতূহল ছিল ক্রিস গেইলকে ঘিরে। বিস্ফোরক এই ব্যাটসম্যান থেমে গেলেন কিছুটা ঝলক দেখিয়েই। কিন্তু ইমরুল কায়েসের থামাথামি নেই! বিপিএলের শুরু থেকেই ইমরুলের ব্যাটে যে রানের জোয়ার, সেই স্রোতে এবার ভেসে গেল রাজশাহী।
- বিপিএল শুরুর আগেই জমে গিয়েছিল ক্রিস গেইলকে ঘিরে নাটক। অপেক্ষা এবার সেটির শেষাঙ্কের। আসর শেষ দিকে এগিয়ে চলেছে, মঞ্চে পা রাখতে চলেছেন গেইলও। সোমবার সকালে ঢাকায় পৌঁছবেন টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকা, জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
- চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংবাদ বিজ্ঞপ্তির পর অনিশ্চয়তা অনেকটাই কেটে গিয়েছিল। তার পরও সংশয় যেটুকু ছিল, মুছে দিলেন ক্রিস গেইল নিজেই। ‘ইউনিভার্স বস’ খ্যাত টি-টোয়েন্টির মহাতারকা জানিয়ে দিলেন, আসছেন তিনি বিপিএল খেলতে। ভালোবাসা জানালেন বাংলাদেশের প্রতি।
- ক্রিস গেইল বলেছিলেন, কিছু জানেন না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলছে, মারকুটে এই ব্যাটসম্যানের হালকা চোট আছে। তবে সত্যি যেটাই হোক, শেষ পর্যন্ত টি-টোয়েন্টির এই মহাতারকা বিপিএল খেলতে আসছেন বলেই দাবি চট্টগ্রামের। তবে পুরো আসরে নয়, দলটি জানিয়েছে, গেইলকে পাওয়া যাবে পরের দিকে।
- ক্রিস গেইল বলছেন, তিনি কিছুই জানেন না। বিসিবির দাবি, যথাযথ প্রক্রিয়া মেনেই গেইলকে রাখা হয়েছিল বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে। সব মিলিয়ে সৃষ্টি হয়েছে খানিকটা ধোঁয়াশার। তবে বিসিবি প্রধান নির্বাহীর কথায় ইঙ্গিত মিলল, সমস্যার শেকড়ে থাকতে পারে আর্থিক কোনো ঝামেলা। সেসব মিটে গেলে গেইলকে বিপিএলে দেখা গেলেও হয়তো বিস্ময়ের কিছু থাকবে না।
- দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টিতে এবারের অভিযান শেষ। বছরের বাকি সময়টুকু বিশ্রাম নেবেন ক্রিস গেইল। জানিয়ে দিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবেন না ভারতে সফরে। খেলবেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও। কিন্তু বিপিএলে যে তাকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স! গেইল জানালেন বিস্ময়কর তথ্য, বিপিএলের ড্রাফটে কিভাবে তার নাম এলো, নিজেই জানেন না!
- ব্যাটে রান নেই। দলও পাচ্ছে না জয়ের দেখা। ক্রিস গেইলের হতাশ হওয়াটা অস্বাভাবিক নয়। তবে জোযি স্টার্স দলকে বিদায় বলার আগে ক্রিস গেইল যা বললেন, তাতে ব্যর্থতার হতাশা ছাপিয়েও ফুটে উঠলো আবেগ, ক্ষোভ, অভিমান। টি-টোয়েন্টি ক্রিকেটের এই কিংবদন্তী জানালেন, ব্যর্থ হলে অনেক ক্ষেত্রেই তাকে মনে করা হয় দলের বোঝা।
- টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইল কিংবদন্তিতুল্য। ফর্ম পড়তির দিকে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এখনও তিনি বড় আকর্ষণ। গত বিপিএলে খুব ভালো না করতে পারলেও এবারের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে দল পেয়েছেন এই জ্যামাইকান ব্যাটসম্যান।
- বিশেষায়িত জার্সি থেকে শুরু করে দর্শক প্রতিক্রিয়া কিংবা মাঠ ছাড়ার ধরন, সব কিছুতেই মিশে থাকল বিদায়ের বার্তা।অন্তত, দেশের মাটিতে শেষ ওয়ানডে ম্যাচ? কিন্তু তেমন কোনো ঘোষণাই এল না। বরং ম্যাচ শেষে ক্রিস গেইল জানিয়ে দিলেন, অবসরের সিদ্ধান্ত নেননি।
- প্রথম দুই ওয়ানডেতে ক্রিস গেইল ছিলেন যেন ঘুমিয়ে। জেগে উঠলেন শেষ ম্যাচে। ব্যাটিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিলেন বিধ্বংসী শুরু। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ গড়ল চ্যালেঞ্জিং স্কোর। কিন্তু বিরাট কোহলি যখন থাকেন ছন্দে, কোনো চ্যালেঞ্জই তো মনে হয় না খুব কঠিন! অধিনায়কের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে টানা দুই জয়ে ভারত জিতে নিল সিরিজ।
- ২৪ বলে ১১ রানের ছোট্ট ইনিংস। কিন্তু এই ইনিংসের পথেও ব্যাট উঁচিয়ে ধরতে পারলেন ক্রিস গেইল। বিবর্ণ ইনিংসটির পথেই যে দেখা পেয়েছেন উজ্জ্বল দুটি মাইলফলকের! উঠে গেছেন ক্যারিবিয়ানদের হয়ে ও ক্যারিবিয়ান হিসেবে ওয়ানডে রানের চূড়ায়। দুটিতেই ছাড়িয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারাকে।
- ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ ওয়ানডে খেলার স্বাদ। দারুণ এই অর্জনের দিনটি স্মরণীয় করে রাখতে পারলেন না ক্রিস গেইল। পারল না তার দলও। বরং বিরাট কোহলির আরেকটি সেঞ্চুরির পর ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জিতে নিল ভারত।
- মাঠে নেমেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস গেইল। ব্রায়ান লারাকে ছাড়িয়ে গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড। তবে উপলক্ষ তিনি স্মরণীয় করে রাখতে পারেননি ব্যাট হাতে। ম্যাচের ফলেও হয়নি মনে রাখার মতো কিছু। বৃষ্টিতে ভেসে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ভারত প্রথম ওয়ানডে।
- টি-টোয়েন্টি সিরিজে না খেললেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন ক্রিস গেইল। অভিজ্ঞ এই ওপেনারকে রেখে তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
- বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা পাল্টেছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল। চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
- ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম সুযোগেই এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেলেন ক্রিস গেইল। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড একার করে নিলেন এই ক্যারিবিয়ান ওপেনার।
- ক্রিস গেইলকে বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব মঞ্চে এবারই শেষবারের মতো দেখা যাবে বাঁহাতি এই ওপেনারকে।
- গত দুই বিপিএলে দুজন ছিলেন সতীর্থ। সাফল্য-ব্যর্থতায় ছিলেন সঙ্গী। আন্তর্জাতিক আঙিনায় আবার দুজন প্রতিদ্বন্দ্বী। আসছে বিশ্বকাপে হবেন প্রবল প্রতিপক্ষ। তবে এই বিশ্বকাপই একটা জায়গায় বন্ধনীতে রাখছে মাশরাফি বিন মুর্তজা ও ক্রিস গেইলকে। ২০০৩ বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের মধ্যে কেবল এই দুজনই আছেন ২০১৯ বিশ্বকাপে।
- আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ যখন শুরু হবে, আইপিএল চলবে তখনও। মূলত বিশ্বকাপ প্রস্তুতির জন্য আয়োজিত টুর্নামেন্টে তাই সম্ভাব্য বিশ্বকাপ দলের বেশ কজনকেই পাবে না ওয়েস্ট ইন্ডিজ। না থাকাদের তালিকায় সবচেয়ে বড় নাম ক্রিস গেইল।
- ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিলেন গতিময় পেসার ওশেন টমাস। খুনে ব্যাটিংয়ে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন ক্রিস গেইল। তাদের নৈপুণ্যে পঞ্চম ওয়ানডেতে সফরকারীদের উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।
- শহিদ আফ্রিদির সমান ৪৭৬ ছক্কা নিয়ে সিরিজ শুরু করেছিলেন ক্রিস গেইল। দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ ২৪ ছক্কার বিশ্ব রেকর্ড গড়ে বিস্ফোরক এই বাঁহাতি ওপেনার প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাঁকিয়েছেন পাঁচশ ছক্কা।
- দলে ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন ক্রিস গেইল। এগিয়ে এলেন অন্য ব্যাটসম্যানরাও। বার্বাডোজে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ। তবে জেসন রয় ও জো রুটের সেঞ্চুরিতে নিজেদের সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে দারুণ এক জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
- বাংলাদেশের বিপক্ষে গত জুলাইয়ে পাঁচ ছক্কা হাঁকিয়ে শহিদ আফ্রিদির পাশে বসেছিলেন ক্রিস গেইল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২ ছক্কার প্রথমটি হাঁকিয়ে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের অলরাউন্ডারকে। ক্যারিবিয়ান বাঁহাতি ওপেনার নিজের করে নিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
- ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের অধিকারে। সেই দলই এবার গড়ল সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ২৩ ছক্কা মেরে এই কীর্তি গড়ায় দলকে সামনে থেকে পথ দেখালেন ক্রিস গেইল।
- বয়স পেরিয়ে গেছে ৩৯। ব্যাটেও ভাটার টান। যদিও নিজেকে এখনও দাবি করেন ‘ইউনিভার্স বস’, তবে সময়ের ডাকও শুনতে পাচ্ছেন ক্রিস গেইল। তাই জানিয়ে দিলেন, আগামী বিশ্বকাপই শেষ। এই টুর্নামেন্ট দিয়েই বিদায় জানাবেন ওয়ানডে ক্রিকেটকে।
- চলতি বিপিএলের প্রায় পুরোটাই ক্রিস গেইলের ব্যাট ছিল ঘুমিয়ে। জেগে ওঠার অপেক্ষায় থাকতে থাকতে তার দলই গেল ছিটকে। এবার জ্বলে ওঠার অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন ৩৯ বছর বয়সী ওপেনার। তার সঙ্গে ফিরেছেন আরেক বিস্ফোরক ব্যাটসম্যান এভিন লুইস।
- বড় লক্ষ্য তাড়ায় রংপুর রাইডার্সের ওপেনার ক্রিস গেইলের ধীর-স্থির ব্যাটিং বিস্মিত করেছে খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহকে। সতীর্থের ভিন্ন মেজাজের ব্যাটিংয়ে কিছুটা অবাক হয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
- টি-টোয়েন্টি রেকর্ড বিস্ময়কর, বিপিএল রেকর্ডও দুর্দান্ত। বিশ্বের সবচেয়ে ভীতি জাগানিয়া ব্যাটসম্যানদের একজন। কিন্তু এবারের বিপিএলে এখনও জ্বলে উঠতে পারেননি ক্রিস গেইল। তার পারফরম্যান্সের অপেক্ষায় আছে রংপুর রাইডার্স। কোচ টম মুডির মতে, গেইল যখন নিজের মতো খেলবেন, প্রতিপক্ষের কিছু করার থাকবে না।
- বিপিএলের দ্বিতীয় দিন দেখেছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের লড়াই। আরেকটি কাঙ্ক্ষিত লড়াই অপেক্ষায় তৃতীয় দিনে। অধিনায়ক স্মিথকে ছক কাটতে হবে ক্রিস গেইলকে সামলানোর। মুখোমুখি হওয়ার আগে রংপুর রাইডার্সের ব্যাটসম্যান মেহেদি মারুফের বিশ্বাস, লড়াইয়ে এগিয়ে ক্রিস গেইল। মারুফের কাছে যিনি ‘বিগ বস’।
- ম্যাচের আগে টিভি পর্দায় দেখা গেল ড্রেসিং রুমে বসে ক্রিস গেইল। কিন্তু একাদশে নেই তার নাম! ম্যাচ শেষে তার দল রংপুর রাইডার্সের জয়োৎসবেও ছিলেন গেইল। পরে জানা গেল, ক্যারিবিয়ান বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) না আসায় খেলতে পারেননি এই বিস্ফোরক ব্যাটসম্যান।
- টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতিপর্বে প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ দলের ভাবনায় বড় একটা অংশ জুড়ে নিশ্চয়ই ছিল ক্রিস গেইল। কিন্তু সিরিজের আগের দিন ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে দেখা গেল নামই নেই তার! টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের সফলতম ব্যাটসম্যানকে।
- মাত্র একটি উইকেট পেলেই অসাধারণ এক ডাবলের অধিকারী হতেন সাকিব আল হাসান। তবে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথমবারের মতো উইকেটশূন্য থাকায় অপেক্ষা বেড়েছে এই অলরাউন্ডারের। বোলিংয়ে তার বিবর্ণ দিনে ঝড় তুলে দারুণ এক সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল।
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ
- পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় প্রথম সফর প্রধানমন্ত্রীর
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ইউক্রেইনের সেনা প্রত্যাহার, লিসিচ্যাংস্কে বড় জয় রাশিয়ার
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- জাতীয় প্রেস ক্লাবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- ঢাবি 'ক' ইউনিটের ফল: প্রথম তিনজনের নম্বর সমান