- ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএলের ধারেকাছে কোনো আসরকে দেখেন না ওয়াহাব রিয়াজ। সার্বিক মান, আবেদন, আকর্ষণ, সব মিলিয়েই ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ সবার ওপরে। তবে ব্যাপার যদি হয় দলগুলির বোলিং আক্রমণের ধার, তাহলে আইপিএলের চেয়েও পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) এগিয়ে রাখেন পাকিস্তানের এই বাঁহাতি ফাস্ট বোলার।
- আফ্রিকা সফরে হার কেবল তিনটি। বড় জয় দিয়েই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষের অপেক্ষায় পাকিস্তান। তবে, বাবর আজমের নেতৃত্বাধীন দলটিতে কিছু ঘাটতি চোখে পড়েছে কামরান আকমলের। অভিজ্ঞ এই কিপার ব্যাটসম্যানের ধারণা, বর্তমান দল নিয়ে ইংল্যান্ডে ভুগবে পাকিস্তান। তাই পরের সিরিজে মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজকে দলে ফেরানোর তাগিদ দিলেন তিনি।
- এ যাত্রায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে ছাড় পেয়েছেন করোনাভাইরাসের বিধি ভাঙা ওয়াহাব রিয়াজ ও ড্যারেন স্যামি। তিন দিনের কোয়ারেন্টিন সম্পন্ন না করেই মাঠে ফিরতে পেরেছেন পেশাওয়ার জালমি অধিনায়ক ওয়াহাব। দলের ডাগ আউটে ফিরেছেন কোচ স্যামি।
- বারবার সতর্ক করে দেওয়া হয়েছে সব দলের সবাইকে। তার পরও পাকিস্তান সুপার লিগ শুরুর (পিএসএল) ঠিক আগে বিপত্তি। করোনাভাইরাস বিধি ভেঙে নিজেদের বিপদ ডেকে আনার পাশাপাশি দলকেও বিপাকে ফেললেন পেশাওয়ার জালমি অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও কোচ ড্যারেন স্যামি।
- মতের মিল না হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে মোহাম্মদ হাফিজকে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাদ পড়েছেন ওয়াহাব রিয়াজ ও করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় নিউ জিল্যান্ড সফরে যেতে না পারা ফখর জামান।
- সবশেষ সিরিজের দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে পাকিস্তান। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন পেসার নাসিম শাহ ও ব্যাটসম্যান হায়দার আলি। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে ফিরেছেন সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও ফখর জামান।
- ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য পাকিস্তানের ২০ জনের দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। জায়গা হয়নি মিডল-অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদের।
- ইংল্যান্ডের উদ্দেশে আগামী শুক্রবার দেশ ছাড়বেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইন।
- তিন দিনের মধ্যে পরপর দুইবার করোনাভাইরাস নেগেটিভ হয়েছেন মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ হাসনাইন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ৬ ক্রিকেটার।
- আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের ক্যারিয়ারে খেলতে পেরেছেন কেবল ২৭ টেস্ট। কোনো সময়েই এই সংস্করণে সেভাবে থিতু হতে পারেননি। সে কারণেই অনির্দিষ্ট সময়ের বিরতি নিয়েছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। দিয়েছেন ফেরার ব্যাখ্যাও।
- করোনাভাইরাস বদলে দিচ্ছে অনেক বাস্তবতাই। টেস্ট থেকে বিরতি নেওয়ার বছর না ঘুরতেই যেমন বদলে গেল ওয়াহাব রিয়াজের ভাবনা। ইংল্যান্ড সফরে দলের প্রয়োজন হলে টেস্ট খেলতে প্রস্তুত এই বাঁহাতি ফাস্ট বোলার, জানিয়েছেন পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক।
- পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন অভিজ্ঞ তিন পেসার মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি। ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি চুক্তিতে অবনমন হয়েছে সরফরাজ আহমেদের।
- ২৭ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মোহাম্মদ আমির। ওয়াহাব রিয়াজ নিয়েছেন অনির্দিষ্ট সময়ের বিরতি, যেটিকে একরকম অবসরই বলা যায়। যে সময়টায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন দুজন, তা একদমই পছন্দ হয়নি ওয়াকার ইউনুসের। এতদিন পরও পাকিস্তানের দুই বাঁহাতি পেসারের সিদ্ধান্তের সময়টা নিয়ে ক্ষোভ ফুটে উঠল পাকিস্তানের বোলিং কোচের কণ্ঠে।
- বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজদের অনুপস্থিতিতে বাড়তি সুবিধা দেখছেন না মাহমুদউল্লাহ। আর প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তি-দুর্বলতার দিকে মনোযোগ বাংলাদেশ অধিনায়কের।
- বিপিএলে এবার নিজ নিজ দলের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান। খারাপ করেননি আসিফ আলিও। কিন্তু বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে জায়গা পাননি কেউই। চার জনই বাদ পড়েছেন দল থেকে।
- টানা হারের মধ্যে থাকা পাকিস্তান বিশ্বকাপ দলে এনেছে তিন পরিবর্তন। দুই পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের সঙ্গে ব্যাটসম্যান আসিফ আলিকে ডেকেছে তারা। আগে ঘোষণা করা দল থেকে বাদ পড়েছেন জুনাইদ খান, ফাহিম আশরাফ ও আবিদ আলি।
- ওয়ানডেতে বাজে ফর্মের মাশুল দিলেন মোহাম্মদ আমির। জায়গা হারালেন টেস্ট দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি তার।
- ওয়ানডে সিরিজে শেষের জয়ে হোয়াইটওয়াশ এড়ানো পাকিস্তান টি-টোয়েন্টিতে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। ওয়াহাব রিয়াজের দারুণ ফেরা, অভিষেকে হাসান আলির চমৎকার বোলিং আর দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিস্ফোরক ব্যাটিংয়ে একমাত্র টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে অতিথিরা।
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- 'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- খোলা বাজারে একশ ছাড়াল, ডলার ‘মিলছে না’ তবুও