- শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখালেন টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন। দায়িত্বশীল ব্যাটিংয়ে গড়ে দিলেন শক্ত ভিত। পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা ল্যাথামের বিদায়ের সঙ্গে যেন পথ হারিয়ে ফেলল নিউ জিল্যান্ড। পরে আরও কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে গেল সফরকারীরা।
- ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল নিউ জিল্যান্ড। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে এই ম্যাচে পাচ্ছে না দলটি।
- আবারও পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে আইপিএল ছেড়ে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।
- কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বে ‘বিগ ফোর’ নিয়ে চর্চা হচ্ছে বেশ। এখন অবশ্য সেটি হয়ে গেছে ‘বিগ ফাইভ’, সময়ের সেরা পাঁচ ব্যাটসম্যান। তাদের মধ্যে সেরা কে, তা নিয়ে বিতর্কও চলে নিত্য। সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের মতে, টেস্ট ক্রিকেটে এই পাঁচ জনের মধ্যে সবার ওপরে থাকবেন বিরাট কোহলি।
- কনুইয়ের চোটের সঙ্গে লড়াইয়ে যেন হাঁপ ধরে গেছে কেন উইলিয়ামসনের। এসেছে বিরক্তি। লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকায় নিউ জিল্যান্ড অধিনায়ক কখনও কখনও হাল ছেড়ে দিতে চেয়েছেন। হতাশা ও বিরক্তি এতটাই পেয়ে বসেছে যে, যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাত কেটে ফেলার ভাবনাও কখনও কখনও মনে উদয় হয়েছে বলে জানালেন তিনি।
- ছেলেদের ক্রিকেটে আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের দুই জন। কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জয়ের লড়াইয়ে তাদের সঙ্গী নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।
- বাংলাদেশের সামনে ঠিক কী অপেক্ষা করছে, এর একটা আভাস পাওয়া গেল নিউ জিল্যান্ডের দল ঘোষণায়। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়া বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল নেই দলে।
- কনুইয়ের পুরনো চোট কদিন পরপরই মাথাচাড়া দিয়ে উঠছে। এই ধাক্কায় এবার অন্তত দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন কেন উইলিয়ামসন। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশ সিরিজে নিয়মিত এই অধিনায়ককে পাচ্ছে না নিউ জিল্যান্ড।
- টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষ হতেই ভারতের বিপক্ষে এই সংস্করণেই মাঠে নামতে যাচ্ছে নিউ জিল্যান্ড। তবে আসছে তিন ম্যাচের সিরিজে খেলবেন না দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।
- ওয়ানডে বিশ্বকাপের সফলতম দল অস্ট্রেলিয়া। তবে সীমিত ওভার ক্রিকেটের আরেক সংস্করণে তাদের ভাণ্ডার শূন্য। এক দশকের বেশি সময় পর আবার সেই অপূর্ণতা ঘোচানোর সুযোগ তাদের সামনে। প্রতিবেশী নিউ জিল্যান্ডের অপেক্ষা আরও দীর্ঘ দিনের। শূন্যতা আরও বেশি। সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি হলেও জেতা হয়নি সীমিত ওভারে কোনো সংস্করণের বিশ্ব শিরোপা। তাসমান সাগর পাড়ের দুই দেশের লড়াইয়ে এবার টি-টোয়েন্টি পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
- অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন অনেক ম্যাচ। তাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একই দলে খেলার অভিজ্ঞতাও আছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া দলটির শক্তিমত্তা সম্পর্কে খুব ভালো করে জানা কেন উইলিয়ামসনের। সেই জানাশোনা থেকেই শিরোপা লড়াইয়ের আগে প্রতিপক্ষের ম্যাচ উইনারদের নিয়ে ভাবনায় নিউ জিল্যান্ড অধিনায়ক।
- উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন। উইকেটে গিয়েই শট খেলা নতুন ব্যাটসম্যানের জন্য আরও কঠিন। কিন্তু শোয়েব মালিক ও আসিফ আলির ব্যাটিং দেখে কে বলবে তা! এই দুজনের দুর্দান্ত ব্যাটিং দ্রুতই বদলে দিল ম্যাচের চিত্র। দারুণ সব শট খেলে পাকিস্তানকে জয় এনে দিলেন দুজন। ম্যাচ শেষে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বললেন, মালিক-আসিফের শেষের ব্যাটিংয়েই হেরে গেছে তার দল।
- কনুইয়ের চোটের সঙ্গে লড়াই চলছে বছরের শুরু থেকেই। মাঝে বিশ্রাম নিয়ে ফেরেন মাঠে। কিন্তু সেই চোট আবারও মাথাচাড়া দিয়েছে কেন উইলিয়ামসনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই অধিনায়ককে সব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা নিউ জিল্যান্ড শিবিরে।
- চেষ্টা করে কী আর ক্রিস গেইল, আন্দ্রে রাসেল বা কাইরন পোলার্ড হওয়া যায়! জিম-টিম করে, ফিটনেস ট্রেনিং করে পেশির জোর হয়তো কিছু বাড়ানো যায়। শরীর পোক্ত করা যায়। শটের পরিধি বিস্তৃত করা যায়। নিজেকে সমৃদ্ধও করা যায়। কিন্তু গেইল-রাসেল হতে গেলে তো সহজাত সামর্থ্য, প্রকৃতিগত শারীরিক সুবিধাও লাগে। অধ্যবসায়ে বরং কেন উইলিয়ামসন হওয়া যেতে পারে। বাংলাদেশ দল এখন সেই চেষ্টাই করছে!
- বিশ্বকাপের প্রস্তুতির জন্য সিরিজ, অথচ সেই দলে নেই নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের কেউ! নিয়মিত খেলোয়াড়দের বাদ দিয়ে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড।
- বছরের শুরু থেকেই কনুইয়ের চোটে ভুগছেন কেন উইলিয়ামসন। খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ। সদ্য সমাপ্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও ওই সমস্যা ভুগিয়েছে তাকে। বিশ্রামের অংশ হিসেবে এবার ‘দা হানড্রেড’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
- টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচ জেতানো ইনিংসের ছাপ পড়েছে কেন উইলিয়ামসনের র্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় নিউ জিল্যান্ড অধিনায়ক ফিরেছেন শীর্ষে।
- আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার ছয় মাসের মধ্যে জায়গা হারালেন কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ড অধিনায়ককে টপকে চূড়ায় ফিরলেন স্টিভেন স্মিথ।
- কনুইয়ের চোট মাথাচাড়া দেওয়ায় ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড।
- অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের দক্ষতা কেমন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে ভালো করেই জানা আছে মাইক হেসনের। নেতৃত্বের ধরন আলাদা হলেও সামর্থ্যে তার চোখে দুই জনই সমান। নিউ জিল্যান্ড সাবেক কোচের মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোহলি-উইলিয়ামসনের জন্য নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।
- আর ঠিক এক মাস! এরপরই সাউথ্যাম্পটনে শুরু মহারণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও ভারত। সেই লড়াইয়ের আঁচ লাগতে শুরু করেছে কেন উইলিয়ামসনের গায়ে। নিউ জিল্যান্ডের অধিনায়ক বললেন, দারুণ কিছুর সম্ভাবনায় রোমাঞ্চিত তিনি ও তার দল।
- বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মধ্যে পার্থক্য কোথায়? মাইকেল ভনের মতে, পার্থক্য কেবলই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী সংখ্যা আর বিজ্ঞাপনের আয়ে। ব্যাটসম্যানশিপে এই দুজনকে পাশাপাশিই রাখেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক। ভনের মতে, উইলিয়ামসন ভারতের হলে সবাই তাকেই বিশ্বসেরা বলে মানত।
- ব্যর্থতার চক্রে পড়ে থাকা সানরাইজার্স হায়দরাবাদ পরিবর্তন এনেছে নেতৃত্বে। ডেভিড ওয়ার্নারের জায়গায় আসরের বাকি ম্যাচগুলোর জন্য দলটি দায়িত্ব দিয়েছে কেন উইলিয়ামসকে।
- বাংলাদেশের বিপক্ষে সিরিজে শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম ও ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ভাবনা নিউ জিল্যান্ডের এমনিতেই ছিল। কেন উইলিয়ামসনকে নিয়ে সেসবের প্রয়োজন পড়ছে না। চোটই তাকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকছেন না কিউই অধিনায়ক।
- এক নম্বর হওয়ার পর লড়াই নিজেকে ছাড়িয়ে যাওয়ার। সেখানে এবার কেন উইলিয়ামসন পা রাখলেন নতুন চূড়ায়। নিউ জিল্যান্ড অধিনায়ক ও স্টাইলিশ এই ব্যাটসম্যান অর্জন করলেন নিজের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। তার পিছু ছুটে শীর্ষস্থান পুনরুদ্ধারের চ্যালেঞ্জে এক ধাপ এগোলেন স্টিভেন স্মিথ। বিরাট কোহলিকে তিনে নামিয়ে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে স্মিথ নিজেকে তুলে নিলেন দুইয়ে।
- ক্রাইস্টচার্চে বৃষ্টি এলো, থেমেও গেল। কেন উইলিয়ামসনের ব্যাটে রানের বর্ষণে কোনো থামাথামি নেই। রেকর্ডের মালা গেঁথে কিউই অধিনায়ক উপহার দিলেন আরও একটি ডাবল সেঞ্চুরি। সঙ্গে হেনরি নিকোলসের দেড়শ, রেকর্ড গড়া জুটি আর ড্যারিল মিচেলের প্রথম টেস্ট সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রান উৎসবে মাতল নিউ জিল্যান্ড।
- র্যাঙ্কিং শীর্ষে স্টিভেন স্মিথ ও বিরাট কোহলির ৫ বছরের রাজত্বের অবসান ঘটাতে পেরে কেন উইলিয়ামসন চমকে দিয়েছেন নিজেকেই। অর্জনে আকাশ ছুঁলেও যথারীতি তিনি পা রাখছেন মাটিতে। বরাবরের বিনয়ী নিউ জিল্যান্ড অধিনায়কের কাছে দলের জন্য অবদান রাখতে পারাই ব্যক্তিগত স্বীকৃতির চেয়ে বড়।
- গত ৫ বছর ধরে এক নম্বরের দ্বৈরথে ছিলেন কেবল স্টিভেন স্মিথ ও বিরাট কোহলি। এবার তাদের দুজনকে পেছনে ফেলতে পারলেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের অসাধারণ সেঞ্চুরিতে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করলেন নিউ জিল্যান্ড অধিনায়ক।
- ব্যাটসম্যানকে ছাতার মতো ঘিরে একগাদা ফিল্ডার। রোমাঞ্চ আর উত্তেজনায় রুদ্ধশ্বাস অপেক্ষা। প্রতিটি বলে পাকিস্তানের যাত্রা জয়ের সমান এক ড্রয়ের পথে। কিউইদের চিন্তা ক্রমশ বাড়ন্ত। অবশেষে সবকিছুর সমাপ্তি। নাসিম শাহর ব্যাট ছুঁয়ে আসা বল দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে উল্লাসে ফেটে পড়লেন মিচেল স্যান্টনার। আবেগের প্রকাশে বরাবরই পরিমিত যিনি, সেই কেন উইলিয়ামসনও মেতে উঠলেন বাঁধনহারা উচ্ছ্বাসে।
- ভেন্যুর বদল, প্রতিপক্ষ ভিন্ন। কিন্তু উইকেট একইরকম। কেন উইলিয়ামসনও ঠিক একই চেহারায়! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের সিরিজের মতোই ঘাসে ভরা উইকেট। সেই সবুজ ২২ গজেই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা আর নান্দনিকতার প্রদর্শনী মেলে ধরে নিউ জিল্যান্ড অধিনায়ক পৌঁছে গেলেন আরেকটি সেঞ্চুরির কাছে।
- অধিনায়ককে ফিরে পেয়েছে নিউ জিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন কেন উইলিয়ামসন। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট না খেলায় র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে কেন উইলিয়ামসনের। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন নিউ জিল্যান্ড অধিনায়ক, আছেন তিনে।
- রেটিং পয়েন্ট সমান। দশমিক পয়েন্টেও দুই দলের পার্থক্য খুবই সামান্য। তাতে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া।
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে কেন উইলিয়ামসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন দলটির অধিনায়ক।
- ক্যারিয়ার সেরা ইনিংস খেলে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে যৌথভাব আছেন দুই নম্বরে।
- জার্মেইন ব্ল্যাকউড ও আলজার জোসেফের জুটি আগের দিনের মতো লড়াই চালিয়ে গেল চতুর্থ দিনও। কিন্তু কিউই পেসের সামনে কতটাই আর পারা যায়! ব্ল্যাকউড কাঙ্ক্ষিত সেঞ্চুরির দেখা পেলেন বটে। তবে এই জুটি ভাঙতেই ভেঙে পড়ল দলের ইনিংস। প্রত্যাশিত বড় জয় পেল নিউ জিল্যান্ড।
- সেঞ্চুরির হাতছানিতে শুরু হয়েছিল দিন। কেন উইলিয়ামসন পেরিয়ে গেলেন আড়াইশ। টেকনিক, টেম্পারমেন্ট, ধৈর্য, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, সবকিছু মিলিয়ে নিউ জিল্যান্ড অধিনায়ক মেলে ধরলেন টেস্ট ব্যাটিংয়ের আদর্শ প্রদর্শনী। তার অসাধারণ ইনিংসে দল গড়ল বড় স্কোর।
- আউটফিল্ড থেকে পিচ প্রায় আলাদাই করা যাচ্ছিল না। ভীতি ছড়াচ্ছিলেন ক্যারিবিয়ান পেসাররা। বৃষ্টির জন্য কন্ডিশন হয়ে গিয়েছিল আরও কঠিন। দুটি মাস্টারক্লাস ইনিংসে কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম দেখালেন কীভাবে জয় করতে হয় সব প্রতিকূলতা। তাদের ব্যাটে হ্যামিল্টন টেস্টে বড় ইনিংস গড়ার ভিত পেয়ে গেছে নিউ জিল্যান্ড।
- গত কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। আইসিসির দশক সেরা ক্রিকেটার বাছাইয়ের মনোনয়নে পড়েছে সেটিরই প্রভাব। ছেলেদের চার বিভাগের সবকটিতেই মনোনয়ন পেয়েছেন ভারত অধিনায়ক।
- বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, এই তিনজনের পাশে জো রুটকে কি রাখা যায়? কিছুদিন ধরেই চলছে এই বিতর্ক। রুট নিজেই একটি সমাধান বাতলে দিলেন। ওই তিনজনের সঙ্গে একই বন্ধনীতে নিজেকে দেখেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।
- নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ও দ্বন্দ্বের খবর উড়িয়ে দিলেন নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেড ও অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন জানালেন, কোচের সঙ্গে তার সম্পর্ক ‘খুবই ভালো।’ সম্পর্কের বাঁধন ‘বেশ শক্ত’ দাবি করে স্টেড বললেন, মতবিরোধ যেটুকু হয়, তা দলের ভালোর জন্যই এবং সবই ইতিবাচক।
- করোনাভাইরাসের এই কঠিন সময় আইপিএলে অংশ নেওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে প্রস্তুত নিউ জিল্যান্ড ক্রিকেট। তবে তাদের স্বাস্থ্য সুরক্ষার দায়ভার নেবে না দেশটির ক্রিকেট বোর্ড।
- ক্রাইস্টচার্চ হামলার পর পেরিয়ে গেছে ১৪ মাস। স্মৃতির ক্ষত সেরে উঠেছে সময়ের প্রলেপে। তবে ওই হামলার পর নিউ জিল্যান্ডের মানুষের যে ভালোবাসা পেয়েছে বাংলাদেশ দল, তা এখনও তরতাজা তামিম ইকবালের মনে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক দলের পক্ষ থেকে নিউ জিল্যান্ডের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কেন উইলিয়ামসনের মাধ্যমে।
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলছেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু তার সামর্থ্য এমন যে, সময়ের সেরা ব্যাটসম্যানের বিবেচনায় তার নামটিই সবার আগে মনে পড়েছে কেন উইলিয়ামসনের! পাশাপাশি বিরাট কোহলির নাম এসেছে তো অবধারিতভাবেই।
- দুঃসময়ে প্রতিপক্ষ অধিনায়ককে পাশে পেলেন কেন উইলিয়ামসন। হারের বৃত্তবন্দী নিউ জিল্যান্ডকে কক্ষপথে ফেরাতে ডানহাতি এই ব্যাটসম্যানকে সঠিক ব্যক্তি বলে মনে করছেন বিরাট কোহলি।
- দেশের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে সবার ওপরে এই দুজনের জায়গা পিঠেপিঠি। এবার দুইজন আরেকধাপ এগিয়ে গেলেন একসঙ্গেই। ২১তম টেস্ট সেঞ্চুরি করলেন কেন উইলিয়ামসন, রস টেইলর ১৯তম। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের সেঞ্চুরি নিশ্চিত করে দিল ড্র। বৃষ্টি এসে ম্যাচের সমাপ্তি টেনে দিল আগেভাগেই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউ জিল্যান্ড।
- আম্পায়ারদের চোখে সন্দেহজনক মনে হলেও পরীক্ষাগারে দেখা গেল, বল করার সময় নির্ধারিত মাত্রাতেই বাঁকা হচ্ছে কনুই। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় তাই আর কোন বাধা থাকছে না কেন উইলিয়ামসনের।
- সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ছিল বিশ্রাম। এবার হানা দিয়েছে পুরোনো চোট। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাই ছিটেক গেছেন কেন উইলিয়ামসন। তার বদলে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।
- শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পেয়েছেন নিউ জিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্ট। সফরকারীদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ পেসার টিম সাউদি।
- অ্যাকশন শুধরে ফেরার পর কেবলই ছন্দ পেতে শুরু করেছিলেন আকিলা দনাঞ্জয়া। দারুণ বোলিং করেছেন গত কিছুদিন। কিন্তু আবারও প্রশ্নবিদ্ধ হলো লঙ্কান স্পিনারের বোলিং অ্যাকশন। পাশাপাশি সদ্য সমাপ্ত গল টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছে নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের বোলিং অ্যাকশনও। দুজনই এর আগে নিষিদ্ধ হয়েছিলেন ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে।
- বিশ্বকাপ জুড়ে দারুণ পারফরম্যান্স কেন উইলিয়ামসন ও বেন স্টোকসকে এনে দিয়েছে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।
- বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেছে নিষ্ঠুরতম উপায়ে, তবু হাসছেন কেন উইলিয়ামসন! একবার, দুবার নয়। বারবার। তার ক্রিকেটীয় বোধ, তার প্রজ্ঞা, ভাবনার গভীরতা, এসবের প্রতিফলন তো ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে পড়ল অনেকবারই। পাশাপাশি নিউ জিল্যান্ড অধিনায়ক হাসলেন অনেক, হাসালেন। রসিকতায় মাতালেন। তবে সেই হাসিতেই যেন ফুটে উঠল না পাওয়ার যন্ত্রণা। তার অসহায়ত্ব।
- খুব কাছে গিয়েও জেতা হলো না শিরোপা। তবে বিশ্বকাপ ফাইনালে অসাধারণ লড়াইয়ের জন্য মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে কিউইরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কেন উইলিয়ামসন জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
- লর্ডসের বিখ্যাত লং রুমের দরজার ঠিক মাঝখানে টেবিলে রাখা ট্রফি। ফাইনালের আগের দুপুরে দুই পাশে দাঁড়িয়ে পোজ দিলেন ওয়েন মর্গ্যান ও কেন উইলিয়ামসন। ফাইনাল শেষে কার হাতে উঠবে ওই সুদৃশ্য সোনালী ট্রফি? দেড় মাস ধরে ৪৭ ম্যাচের দীর্ঘ পথচলা, অনেক উত্থান-পতন ও নাটকীয়তা, সাফল্য-ব্যর্থতার অনেক গল্প শেষে বিশ্বকাপ এখন অপেক্ষায় শেষ রোমাঞ্চের। নতুন চ্যাম্পিয়নকে স্বাগত জানাতে প্রস্তুত ক্রিকেটতীর্থ বলে খ্যাত লর্ডস। অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।
- ভারতীয় সমর্থকে ঠাসা গ্যালারি প্রথম দিনে রূপ নিয়েছিল নীল সমুদ্রে। রিজার্ভ ডেতে গ্যালারি পরিপূর্ণ ছিল না। তবে যারা ছিলেন, হয়তো ৯০-৯৫ শতাংশই ছিলেন ভারতের সমর্থক। তাদেরকে স্তব্ধ করে দিয়ে সেমি-ফাইনাল জিতেছে নিউ জিল্যান্ড। ম্যাচ শেষে সেই দর্শকদের থেকে শুরু করে হতাশ সব ভারতীয় সমর্থককে সান্ত্বনা দিতে চাইলেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
- চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত নিউ জিল্যান্ডের দুই ওপেনার ব্যর্থ। রান খরা চলছে মিডল-অর্ডারেও। শক্তিশালী ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে সাফল্য পেতে তাই সতীর্থ ব্যাটসম্যানদের মুক্ত মনে খেলার পরামর্শ দিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
- ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন কার্লোস ব্র্যাথওয়েট। তবে দারুণ সেঞ্চুরিতেও শেষরক্ষা করতে পারলেন না এই অলরাউন্ডার। রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শীর্ষে উঠেছে নিউ জিল্যান্ড।
- অনেকের মতে নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। কদিন আগে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিজ দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেন ৯০০ রেটিং পয়েন্ট। বছর জুড়ে দারুণ ছন্দে খেলে এবার পেলেন স্বীকৃতি। নিউ জিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
- অনেকের মতে নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। শ্রেষ্ঠত্বের পক্ষে শক্ত একটি দাবি প্রতিষ্ঠা করলেন তিনি র্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে পেলেন ৯০০ রেটিং পয়েন্ট অর্জনের স্বাদ।
- মাইলফলক ছিল হাতের নাগালেই। সকালে কাঙ্ক্ষিত সেই ঠিকানায় পৌঁছে গেলেন কেন উইলিয়ামসন। গড়লেন নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড। তবে সারা দিনের প্রাপ্তি বলতে ওটুকুই। বৃষ্টি যে খেলাই হতে দিল না সেভাবে!
- বিশ্বকাপ বাছাইয়ের কঠিন পরীক্ষার জন্য সিফাস জুওয়াও ও শন উইলিয়ামসকে দলে ফিরিয়েছে জিম্বাবুয়ে।
- টি-টোয়েন্টিতে সময়টা ভালো কাটছিল না কেন উইলিয়ামসনের। সাবেক ক্রিকেটারদের প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক। দারুণ এক ইনিংসে যেন সব সমালোচনার জবাব দিলেন উইলিয়ামসন। তার ঝড়ো ফিফটিতে ইংল্যান্ডকে হারাল নিউ জিল্যান্ড।
- এজবাস্টনে তাসমান পারের দুই দেশের লড়াইয়ের রোমাঞ্চে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি শেষ পর্যন্ত হয় পরিত্যক্ত।
- আগের রাতে হয়েছে প্রচণ্ড ঝড়। বৃষ্টি ঝরেছে রাতভর। সকালে বৃষ্টি একটু ছুট দিলেও আবার নেমেছে খানিকপরই। হ্যামিল্টনের বর্ষণে সর্বনাশ হলো নিউ জিল্যান্ডেরই। ভেসে গেলো জয়ের আশা। হলো না সমতায় ফেরা। সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকাই।
- সময়ের ভেলায় পেরিয়ে গেছে এক যুগের বেশি। টানা ১৫ টেস্ট দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি নিউ জিল্যান্ড। দীর্ঘ সেই খরা কাটার আশা এবার করতেই পারে কিউইরা। চতুর্থ দিনে তারা দারুণভাবে বাগে পেয়েছে প্রেটিয়াদের। শেষ দিনে স্রেফ কাজ শেষ করার পালা।
- উড়ে এল বাউন্সার, ছোঁড়া হলো ইয়র্কার। চ্যালেঞ্জ জানাল রিভার্স সুইং আর নিখুঁত লাইন-লেংথ। দিনজুড়ে সব সামলে নিলেন কেন উইলিয়ামসন। সোজা ব্যাট, আলতো হাত; রক্ষণ আর আক্রমণে চোখ জুড়ানো সৌন্দর্য। মাইলফলক ছোঁয়ার দিনে অসাধারণ এক অপরাজিত ইনিংসে নিউ জিল্যান্ডকে এগিয়ে নিলেন অধিনায়ক।
- বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নিয়েই বাংলাদেশকে হারিয়েছে নিউ জিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন, মুশফিকুর রহিমদের প্রথম ইনিংসের ব্যাটিং থেকে পাওয়া শিক্ষা লক্ষ্য তাড়ায় কাজে লাগিয়েছেন তারা।
- একদিন আগেও উড়তে থাকা শ্বেত পায়রাগুলি হয়ে গেল নির্জীব; ডানা মেলার সামর্থ্য নেই, স্রেফ একটু-আধটু হাওয়ায় দুলুনি! খেলোয়াড়দের শরীরী ভাষার এই বদলই যেন বাংলাদেশের পারফরমান্সের প্রতিচ্ছবি। প্রথম ইনিংসে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়া টেস্ট ম্যাচের শেষটা হলো দুঃস্বপ্নের বিভীষিকায়।
- নিউ জিল্যান্ডের কন্ডিশনে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের ক্রিকেটারদের। তবে এই ঘাটতি পুষিয়ে নেওয়ার মতো মেধাবী ক্রিকেটারের কমতি নেই মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলে। তাই নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন মনে করছেন, দুই ম্যাচের সিরিজে তাদের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।
- ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না নিউ জিল্যান্ডের। টানা দুটি সিরিজে হারা দলটি ঘুরে দাঁড়াতে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় আক্রমণাত্মক ক্রিকেট। অধিনায়ক কেন উইলিয়ামসন চান, অতিথি ব্যাটসম্যানদের চেপে ধরুক পেসাররা।
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
- পাবনায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: পলাতক ফাঁসির আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে উঠবেন কি না, ‘ভয়ে’ বিএনপির হারুন