- আরও দীর্ঘ হচ্ছে ইয়াসির আলি চৌধুরির মাঠে ফেরার অপেক্ষা। পিঠের চোট থেকে সেরে না ওঠায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাকে ফিরিয়ে আনা হচ্ছে দেশে।
- প্রায় এক বছর পর টেস্ট খেলার হাতছানি ইয়াসির শাহর সামনে। শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার।
- চার ম্যাচে থমকে আছে এনামুল হকের টেস্ট ক্যারিয়ার। এই সংস্করণে তার সবশেষ ম্যাচ খেলার পর হতে চলেছে আট বছর। সবশেষ মৌসুমেও বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ব্যাট হাতে করতে পারেননি তেমন কিছু। তবুও ইয়াসির আলির চোটে টেস্ট দলে জায়গা পেয়ে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
- ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ শুরুর আগে একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটে অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন ইয়াসির আলি চৌধুরি।
- নির্ভরযোগ্য কারও না থাকা মানে যেমন বড় শূন্যতা, তেমনি অন্য কারও জন্য নিজেকে মেলে ধরার সুযোগও। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিকুর রহিমের না থাকার ঘাটতি যেমন অনুভব করতে পারছেন জেমি সিডন্স। তবে ইয়াসির আলির সম্ভাবনার দিকেও তাকিয়ে আছেন বাংলাদেশের ব্যাটিং কোচ।
- পাঁচ উইকেট হারিয়ে পোর্ট এলিজাবেথ টেস্টে বিপদে বাংলাদেশ। তবে দলকে এই অবস্থায় আনা পেসারদের নয়, দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সবচেয়ে বড় হুমকি মনে হচ্ছে জেমি সিডন্সের। দলকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, তৃতীয় দিন ব্যাটিংয়ের জন্য কঠিন একটি দিন হতে যাচ্ছে।
- টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তখন সাজঘরে। মুশফিকুর রহিমের সঙ্গে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন ইয়াসির আলি চৌধুরি। বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে ওঠা কাগিসো রাবাদার বাউন্সার বুঝতে না পেরে আউট হয়ে যান শূন্য রানে জীবন পাওয়া ইয়াসিরও। অধিনায়ক তামিম ইকবালের মতে, এই উইকেটেই সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তাদের।
- নিয়মিত সফরের সুযোগ মেলে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের জন্য কঠিনতম দুই গন্তব্য নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কিছুদিন আগেও, এই দুই দেশের কোনোটিতেই স্বাগতিকদের বিপক্ষে ছিল না কোনো জয়। সফর আসে, সফর যায়, ব্যর্থতার পাল্লাই শুধু ভারি হয়। অবশেষে ২০২২ সাল আসে যেন নতুন বার্তা নিয়ে। বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুইয়ে মেলে এক আরাধ্য সাফল্য। সেই আত্মবিশ্বাসে ভর করে এবার সেঞ্চুরিয়নে কাটল দক্ষিণ আফ্রিকা গেরো।
- বিমানবন্দরে দেওয়া কথা রাখতে পেরেছেন সাকিব আল হাসান। ইতিহাস গড়া জয়ে তিনিই রেখেছেন সবচেয়ে বড় অবদান। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়কও বাঁহাতি এই অলরাউন্ডার।
- প্রায় তিন বছর বিভিন্ন সময় ওয়ানডে দলের সঙ্গে থাকলেও খেলার সুযোগ মিলছিল না। এর মধ্যেই সুযোগ পেয়ে যান টেস্ট দলে, আন্তর্জাতিক ক্রিকেটে এই সংস্করণ দিয়ে অভিষেকও হয়ে যায়। এরপর খেলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি। ওয়ানডেতে প্রথম ফিফটির পর ফিরে চাইলেন ফেলে আসা সময়ের দিকে। অনেক কিছু শিখতে পারায় সেই সময়টাকেও এখন শাপে বরই মনে হচ্ছে ইয়াসির আলি চৌধুরির।
- প্রথম ৩০ ওভারে দলের রান কেবল ১৩৫। সেখান থেকে সংগ্রহ তিনশর আশেপাশে নিতে দরকার ছিল একটা জুটি। এক প্রান্তে নিজের মতো করে খেললেন সাকিব আল হাসান। আরেক প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিলেন ইয়াসির আলি চৌধুরি। বাংলাদেশ পেয়ে গেল সেই কাঙ্ক্ষিত জুটি। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয়ের পর ম্যাচ সেরা সাকিব ও অধিনায়ক তামিম ইকবাল প্রশংসায় ভাসালেন এই তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যানকে।
- মাহমুদউল্লাহকে রিভার্স সুইপ করতে গেলেন কেশভ মহারাজ। বল আঘাত হানল তার প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ারের সাড়া যদিও মিলল না। তামিম ইকবাল নিলেন রিভিউ। বদলে গেল আগের সিদ্ধান্ত। লেখা হলো নতুন ইতিহাস। বাংলাদেশ পেল অনির্বচনীয় এক স্বাদ। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ধরা দিল প্রথম জয়!
- সকিব আল হাসানকে টেস্ট ক্রিকেটে নিয়মিত পাওয়া নিয়ে সংশয় আছে যথেষ্টই। তবু তাকে তিন সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
- বছরখানেক আগে এই চট্টগ্রামে হতাশার এক অভিজ্ঞতা হয়েছিল ইয়াসির আলি চৌধুরির। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে প্রথম চার ম্যাচ ভালো করতে পারেননি খুব একটা। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজের শেষ ম্যাচটিতে একাদশে জায়গাও হারান তিনি। বছর না ঘুরতেই ঘুরে গেল তার ভাগ্যের চাকা। সেদিন ইমার্জিং দলে জায়গা হারানো ক্রিকেটারের এবার ওয়ানডে অভিষেক হয়ে গেল জাতীয় দলে।
- নেটে বেশ ভালো বোলিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলনে এই অফস্পিনার বেশ অস্বস্তিতে ফেললেন তামিম ইকবাল, লিটন দাস ও আফিফ হোসেনদের। কিন্তু ইয়াসির আলি চৌধুরি ওই নেটে যেতেই বদলে গেল চিত্র। দারুণ সব ড্রাইভের পাশাপাশি সুইপ, স্লগ সুইপে বল ফেলার জায়গাই দিচ্ছিলেন না তিনি মিরাজকে। একেকটি শটে যেন মিশে ছিল বার্তা, স্পিনকে খুব একটা তোয়াক্কা তিনি করেন না।
- যে মাঠে ১৭৫ রানও নিরাপদ নয়, সেখানেই স্রেফ ১৪৫ রানের পুঁজি। ম্যাচের ভাগ্য গড়া হতে পারত ওখানেই। কিন্তু সাকিব আল হাসান, মুজিব উর রহমানরা দেখালেন, শেষের আগে শেষ বলে কিছু নেই। স্পিন জাদুতে দুজন এমন ধাঁধায় ফেলে দিলেন খুলনা টাইগার্সের টপ অর্ডারকে, পরে আর তারা আলোর দেখা পেল না ইয়াসির আলি চৌধুরির দুর্দান্ত ইনিংসেও।
- গুরুতর এক অভিযোগ থেকে মুক্তি পেলেন ইয়াসির শাহ। এক কিশোরীকে ধর্ষণে বন্ধুকে সহযোগিতা ও বিষয়টা ধামাচাপার দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে বাদী তার আগের বক্তব্য প্রত্যাহার করায় রেহাই পেলেন পাকিস্তানের এই লেগ স্পিনার।
- এক কিশোরীকে ধর্ষণে বন্ধুকে সহযোগিতা ও ব্যাপারটা ধামাচাপার দেওয়ার চেষ্টা করার অভিযোগে মামলা করা হয়েছে পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে।
- নিজেকে নিয়ে ছিল ভয়। মনে চেপে বসেছিল শঙ্কা, না জানি কী হয়! শুধু নিজের বেদনায় বুঁদ থাকার উপায়ও নেই। দলের বিপর্যয়ের কষ্টও সঙ্গী হলো। হেলমেটে বলের আঘাতে মাঠ ছাড়ার পর সব মিলিয়ে মিশ্র একটা অনুভূতির ঢেউয়ে দোল খাচ্ছিলেন ইয়াসির আলি চৌধুরি। সময়ের সঙ্গে সব সামলে নিয়েছেন। চট্টগ্রাম টেস্টে অভিষিক্ত ব্যাটসম্যান এখন তাকিয়ে মিরপুর টেস্টের চ্যালেঞ্জে।
- হেলমেটে বল লাগার পর মাঠ ছেড়ে যাওয়া ইয়াসির আলি চৌধুরি রক্ষা পেলেন খারাপ কিছুর শঙ্কা থেকে। সিটি স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়েনি তার। ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের অবস্থা ‘স্থিতিশীল’ বলেও বিবৃতিতে জানিয়েছে বিসিবি।
- ঘরের মাঠে অভিষেক ম্যাচ রাঙিয়ে তোলার আয়োজন করছিলেন ইয়াসির আলি চৌধুরি। এগিয়ে যাচ্ছিলেন তিনি দারুণ ব্যাটিংয়ে। কিন্তু তাকে থামতে হলো শাহিন শাহ আফ্রিদির শর্ট বলে। হেলমেটে বল লাগায় মাঠ ছাড়ার পর স্ক্যান করতে নেওয়া হচ্ছে এই ব্যাটসম্যানকে। তার কনকাশন বদলি হিসেবে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে।
- ড্রেসিং রুমের ঠিক সামনে মাঠে একটা বৃত্ত। গোল হয়ে দাঁড়িয়ে ক্রিকেটাররা। সেটির মাঝখানে একজনের স্বপ্নপূরণ। বহু দিন ধরে বহু পথ ঘুরে যে মুহূর্তটির প্রতীক্ষায় ছিলেন ইয়াসির আলি চৌধুরি, সেই ক্ষণ অবশেষে এলো। অবসান হলো তার দীর্ঘ অপেক্ষার।
- পুঁজি ছোট, এরপরও দারুণ লড়াই করলেন সানজামুল ইসলাম। টেস্ট দলের স্পিনার তাইজুল ইসলাম দিতে পারলেন না ততটা সঙ্গ। দায়িত্বশীল এক ইনিংসে চট্টগ্রাম বিভাগকে পথ দেখালেন ইয়াসির আলি চৌধুরি। তার ব্যাটে রাজশাহী বিভাগকে হারিয়ে প্রথম স্তরে ফেরার অভিযান শুরু করল দলটি।
- আগের দিন জাগানো সম্ভাবনাকে পূর্ণতা দিলেন ইয়াসির আলি রাব্বি। এবারের জাতীয় ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরি এলো তার হাত ধরে। বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
- জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে হাসেনি নাজমুল হোসেন শান্তর ব্যাট। তার দল রাজশাহী বিভাগও গুটিয়ে গেছে অল্প রানে। নাঈম হাসানের দারুণ বোলিংয়ের পর ইয়াসির আলির ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে চট্টগ্রাম বিভাগ।
- প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেন সাদমান ইসলাম। কিন্তু শেষ পর্যন্ত বড় ইনিংস খেলতে পারলেন না ধৈর্য হারিয়ে। তার মতো ফিফটির দুয়ার থেকে ফিরে গেলেন নাজমুল হোসেন শান্তও। থিতু হয়ে ‘এ’ দলের ব্যাটসম্যানদের ফিরে যাওয়ার মিছিলে ব্যাট হাতে ঝড় তুললেন ইয়াসির আলি চৌধুরি।
- একজনের ব্যাটে দারুণ টাইমিং, কবজির মোহনীয় মোচড় আর উদ্ভাবনী শটের সৌন্দর্য। আরেকজনের ব্যাটে পেশীর জোর, বুনো-খ্যাপাটে শটের প্রদর্শনী। মুমিনুল হক আর ইয়াসির আলি চৌধুরি, ভিন্ন ঘরানার দুজনের পথ মিলে গেল একই পথে। দুজনের দুর্দান্ত দুটি ইনিংস আর দারুণ জুটি গাজী গ্রুপকে পৌঁছে দিল এমন উচ্চতায়, যেটির নাগাল পেল না শেখ জামাল।
- শুরুতে তাণ্ডব চালালেন মেহেদি হাসান। মাঝে দলকে টানলেন ইয়াসির আলি। শেষটায় ঝড় তুলে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বড় সংগ্রহ এনে দিলেন আরিফুল হক। পরে দারুণ বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে দলকে জয় এনে দিলেন নাসুম আহমেদ।
- ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সিরিজের শুরুটা দুর্দান্ত হলো তানভির ইসলামের। দারুণ বোলিংয়ে চার দিনের ম্যাচে বাঁহাতি এই স্পিনার পেলেন ১৩ উইকেট। আয়ারল্যান্ড উলভসকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ ইমার্জিং দল।
- স্লগ করে তুলে নিতে চাইলেন বাউন্ডারি, কিন্তু স্টাম্পের বলে লাইন মিস করে হলেন এলবিডব্লিউ। চমৎকার ইনিংসের সমাপ্তি আক্ষেপ নিয়ে। ৮ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হলো না ইয়াসির আলি চৌধুরির। বাংলাদেশ ইমার্জিং দলের বাকি ব্যাটসম্যানদের থিতু হয়েও সুযোগ কাজে লাগাতে না পারার চিত্র দেখা গেল দিন জুড়ে।
- অফিসিয়ালি ক্যাচ ছাড়ার তালিকায় ইয়াসির আলি চৌধুরির নাম থাকবে না। বলে হাত ছোঁয়াতে না পারলে তো আর ‘ক্যাচ ড্রপ’ হিসেবে গণ্য হয় না! তবে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা যারা দেখেছেন, তারা জানেন, ফরোয়ার্ড শর্ট লেগে কতগুলি সুযোগ হাতছাড়া করেছেন ইয়াসির।
- আগের দিন শেষ বেলায় দিক হারানো দক্ষিণ আফ্রিকা ফিরতে পারল না কক্ষপথে। দারুণ বোলিংয়ে নুমান আলি ও ইয়াসির শাহ লক্ষ্যটা রাখলেন একশর নিচে। বাকিটা সারলেন ব্যাটসম্যানরা। করাচি টেস্টে সহজেই জিতল পাকিস্তান।
- প্রাথমিক দলে জায়গা হয়। মূল স্কোয়াডেও ঠাঁই মেলে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে গিয়ে শেষ ধাপ আর পার হতে পারছেন না ইয়াসির আলি চৌধুরি। তবে তাতে ভেঙে পড়ছেন না তিনি। মনের জোরে তরুণ এই ব্যাটসম্যান ছুটে চলেছেন স্বপ্ন পূরণের পথে।
- পাওয়ার প্লেতে ঢাকার রান ২৪, বরিশালের ৩৩। ১০ ওভার শেষে ঢাকা ৫৪, বরিশাল ৫১। ১৪ ওভার শেষে ঢাকা ৪ উইকেটে ৮৪, বরিশাল ৩ উইকেটে ৮৭। তখনও পর্যন্ত যেন ‘কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান।’ কিন্তু দুই দলের পথ দুদিকে বেঁকে গেল ইনিংসের শেষ ধাপে। জয়ের ঠিকানায় পৌঁছে গেল ঢাকা। ছিটকে গেল বরিশাল।
- শুরুর বাজে ব্যাটিংয়ে চাপে পড়ে যাওয়া বেক্সিমকো ঢাকাকে ফিফটিতে পথ দেখালেন ইয়াসির আলি চৌধুরি। কঠিন সময়ে নেমে ঝড় তুললেন আকবার আলি। বড় রান তাড়ায় রনি তালুকদার ও ফজলে মাহমুদের ব্যাটে লড়াই করছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। তাদের থামিয়ে বেক্সিমকো ঢাকাকে টানা দ্বিতীয় জয় এনে দিলেন মুক্তার আলি।
- করোনাভাইরাসের বিরতি শেষে যখন চট্টগ্রামে মাঠে ফিরলেন ইয়াসির আলি চৌধুরি, দুটি ঘাটতি থেকে গেল তার অনুশীলনে। পরামর্শ নেওয়ার জন্য পাশে পাননি কোনো কোচ বা মেন্টর। নেটে খেলতে পারেননি ভালো মানের কোনো পেসারকে। মিরপুরের অনুশীলনে তিনি পেয়েছেন সবকিছুই। নিজেকে শাণিত করার কাজও তাই করে চলেছেন তরুণ এই ব্যাটসম্যান।
- ইয়াসির শাহর মূল কাজ বোলিং। লেগ স্পিনের জাদুতে বিশ্বরেকর্ডও গড়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও বেশ ঝলক দেখিয়েছেন সম্প্রতি। সেটিই বাড়িয়ে দিয়েছে তার ব্যাটিং স্বপ্নের সীমানা। পাকিস্তানের ৩৪ বছর বয়সী লেগ স্পিনার বলছেন, অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করতে পারলে ইংল্যান্ডে কেন নয়!
- উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানে যখন হতাহতদের নিয়ে নানা শঙ্কা, এর মধ্যেই ছড়িয়ে পড়ে আরেক খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, এই দুর্ঘটনায় মারা গেছেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। উদ্বেগ শুরু হয়ে যায় ক্রিকেট বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত ইয়াসির নিজেই জানালেন, তিনি বেঁচে আছেন।
- প্রথম ইনিংসে সেঞ্চুরির পর প্রথমবারের মতো ডাক পেলেন টেস্ট দলে। এরপর দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে জোড়া সেঞ্চুরিতে তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি বসলেন মিনহাজুল আবেদীন, শাহরিয়ার হোসেন, তামিম ইকবালদের পাশে।
- আগের দিনই পেয়েছিলেন সেঞ্চুরি। ইয়াসির আলি চৌধুরির সামনে সুযোগ ছিল সেটিকে ডাবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার, পারেননি তিনি। ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের লিড বড় হতে দেননি সানজামুল ইসলাম। তবে ব্যাটিং ব্যর্থতায় চাপে আছে তার দল উত্তরাঞ্চল।
- বল হাতে সময়টা ভালো যাচ্ছে না। রান বিলিয়ে যাচ্ছেন অকৃপণ হাতে। বোলিংয়ের সেই ব্যর্থতাই যেন ব্যাট হাতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেন ইয়াসির শাহ। আট নম্বরে নেমে লোয়ার অর্ডারের সঙ্গীদের নিয়ে লড়াই চালিয়ে গেলেন অস্ট্রেলিয়ান বোলারদের তোপ সামলে। প্রতিরোধের সেই পথচলায় করে ফেললেন সেঞ্চুরি!
- জাতীয় দলে নতুন প্রাণের সঞ্চার চান নির্বাচকেরা। কিন্তু তাদের আশা যাদের ঘিরে, তারাই আছেন ঝিমিয়ে! জাতীয় দলের দুয়ারে সজোরে কড়া নাড়তে পারছেন না তেমন কেউই। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের খুব কাছেই মনে করা হচ্ছিল যাদের, সেই সাইফ হাসান ও ইয়াসির আলী চৌধুরীর পারফরম্যান্স ভরাতে পারছে না মন।
- শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের হাই পারফরম্যান্স (এইচপি) দলের নেতৃত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যানের ডেপুটি করা হয়েছে ইয়াসির আলী চৌধুরীকে।
- দুই ওপেনার সাইফ হাসান ও জহুরুল ইসলাম দলকে এনে দিয়েছেন ভালো শুরু। মিডল অর্ডারে দলকে টানছেন ইয়াসির আলী চৌধুরী। তিন ফিফটিতে বেঙ্গালুরুতে চার দিনের টুর্নামেন্টের সেমি-ফাইনালে বড় সংগ্রহের আশা জাগিয়েছে বিসিবি একাদশ।
- কর্নাটকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে চার দিনের ম্যাচের একটি টুর্নামেন্টে খেলতে শক্তিশালী দল পাঠাচ্ছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে খেলতে যাওয়া বিসিবি একাদশের ১৫ সদস্যের ১১ জনের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা।
- ডাবলিনের আকাশ যখন কাঁদছে, ফরহাদ রেজা, ইয়াসির আলিদের হৃদয়েও কি হচ্ছিল বর্ষণ? আশার দুয়ার ছোট হতে দেখে নিশ্চয়ই দমবন্ধ লাগছিল তাসকিন আহমেদ, নাঈম হাসানের? বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া একটু হলেও যে কমে গেছে এই টুর্নামেন্টে তাদের মাঠে নামার সম্ভাবনা।
- টানা ভালো খেলে যাওয়ার পুরস্কার পেলেন ইয়াসির আলী চৌধুরী। তরুণ এই মিডল অর্ডার ব্যাটসম্যান প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের ১৭ সদস্যের দলে রাখা হয়েছে তাকে।
- দুই জনের সেঞ্চুরি, দুইশ ছুঁইছুঁই জুটি। শেষ ১০ ওভারে ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসির আলি চৌধুরী রাব্বির টর্নেডো ব্যাটিং। ব্রাদার্সের বড় সংগ্রহ। লাভ হলো না কোনো কিছুতেই। অসাধারণ রান তাড়ায় ওই পাহাড় টপকে জিতল প্রাইম ব্যাংক।
- বিপর্যয়ে দাঁড়িয়ে দলকে টানলেন। নিভতে বসা আশার প্রদীপ উজ্জ্বল করে তুললেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রাদার্সকে জয়ের আলোয় ছোঁয়া এনে দিতে পারলেন না ইয়াসির আলি চৌধুরী। মোহাম্মদ সাইফ উদ্দিন ও মাশরাফি বিন মুর্তজার অলরাউন্ড পারফরম্যান্স জয় এনে দিল আবাহনীকে।
- ‘এ’ দলের দুটি সিরিজ তখন সামনে। রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ইয়াসির আলি চৌধুরী রাব্বি। হঠাৎই সব রোমাঞ্চ বিষাদে রূপ নেয় একটি সড়ক দুর্ঘটনায়। পায়ে মারাত্মক আঘাত পাওয়ায় ক্যারিয়ারই পড়ে যায় অনিশ্চয়তায়। তার নিজের কাছে যেটি ‘কালো অধ্যায়’। তবে চার মাস মাঠের বাইরে থেকে ফিরে আসেন নতুন উদ্যমে। ধারাবাহিক পারফরম্যান্সেই ২২ বছর বয়সী ব্যাটসম্যান আবার উঠে এসেছেন আলোচনায়।
- অধিনায়ক মুমিনুল হক ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলীর সেঞ্চুরিতে মধ্যাঞ্চলকে বড় লক্ষ্য দিয়েছিল পূর্বাঞ্চল। এরপর ৮ উইকেট নিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে দলকে তিন দিনেই দারুণ এক জয় এনে দিলেন নাঈম হাসান।
- রবিচন্দ্রন অশ্বিনের সামনে হাতছানি ছিল। পারেননি শেষ পর্যন্ত। সম্ভাবনা জাগিয়েও পারেননি ডেল স্টেইন, ওয়াকার ইউনিস, স্টুয়ার্ট ম্যাকগিলরা। সময়ের পরিক্রমায় রেকর্ডটির বয়স ছুঁতে চলছিল ৮৩ বছর। অবশেষে সেই রেকর্ড ভাঙলেন ইয়াসির শাহ। সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেট নিয়ে পাকিস্তানের লেগ স্পিনার নাম লেখালেন ইতিহাসে।
- শামসুর রহমানের পর সেঞ্চুরি করলেন ইয়াসির আলী চৌধুরী। জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ে পূর্বাঞ্চল। খরুচে বোলিংয়ে পাঁচ উইকেট নেন আব্দুর রাজ্জাক। বড় সংগ্রহের জবাব দিতে নেমে দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে তার দল দক্ষিণাঞ্চল।
- ৯০ রানে অলআউট হয়ে ফলো অনে পড়া নিউ জিল্যান্ড লড়াই করল দ্বিতীয় ইনিংসে। কিন্তু আবার বাধা হয়ে দাঁড়ালেন ইয়াসির শাহ। লেগ স্পিনার দারুণ সঙ্গ পেলেন হাসান আলির। রস টেইলর, হেনরি নিকোলসের প্রতিরোধ ভেঙে ইনিংস ব্যবধানে দুবাই টেস্ট জিতে নিল পাকিস্তান।
- দুবাই টেস্টে ইয়াসির শাহর জাদুকরী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি নিউ জিল্যান্ড। মাত্র ৪০ রানে ১০ উইকেট হারিয়ে ফলো অনে পড়ে কেন উইলিয়ামসনের দল। দ্বিতীয় ইনিংসেও দ্রুত দুই উইকেট তুলে নেন ইয়াসির। ফলো অনে পড়া নিউ জিল্যান্ড তৃতীয় দিন শেষ বেলায় প্রতিরোধ গড়েছে বিজে ওয়াটলিং ও রস টেইলরের ব্যাটে।
- প্রথম দুই দিন শেষে ম্যাচে এগিয়ে ছিল না কোনো দলই। তৃতীয় দিনেও একটা পর্যায় পর্যন্ত লড়াই হলো জমজমাট। কিন্তু এরপরই চিত্র বদল। হাসান আলি ও ইয়াসির শাহর দুর্দান্ত বোলিয়ে ম্যাচ হেলে গেল পাকিস্তানের দিকে। নাটকীয় ব্যাটিং ধসে হারের মুখে নিউ জিল্যান্ড।
- জাকির হাসান করছেন ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন ইয়াসির আলী চৌধুরী ও অলক কাপালী। মধ্যাঞ্চলের বিপক্ষে রানের পাহাড় গড়েছে পূর্বাঞ্চল।
- প্রথম ইনিংসের ত্রাতা ইয়াসির আলী চৌধুরী দ্বিতীয় ইনিংসে পেয়েছেন সেঞ্চুরি। তার দারুণ ব্যাটিংয়ে সিলেটকে বিশাল লক্ষ্য দেওয়া চট্টগ্রাম জাগিয়েছে জয়ের আশা।
- দুর্দান্ত এক অপরাজিত সেঞ্চুরি করলেন ইয়াসারি আলি চৌধুরী। আগের ম্যাচগুলোর মতো এদিনও দুর্দান্ত বোলারদের পারফরম্যান্স। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ ‘এ’ দল।
- আগের টেস্টে ৯৩ রানে রান আউটের হতাশা পেছনে ফেলে এবার প্রথম দিনেই করেছিলেন অপরাজিত সেঞ্চুরি। কে জানত, দিমুথ করুনারত্নের অপেক্ষায় নতুন আক্ষেপ। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি যখন কেবল একটি শট দূরে, লঙ্কান ওপেনার আউট হলেন তখনই!
- একটু জোরের ওপর করা ফুল লেংথ বল। মাত্রই উইকেটে যাওয়া লাহিরু থিরিমান্নে চাইলেন স্লগ করতে। ব্যাটে-বলে হলো না। এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিতে খুব একটা ভাবতে হলো না আম্পায়ারকে। বোলার ইয়াসির শাহ ঢুকে গেলেন রেকর্ড বইয়ে।
- দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়া ইয়াসির আলী চৌধুরী ফিরেছেন মাত্র ৬ রানের জন্য শতক না পাওয়ার আক্ষেপ নিয়ে। তরুণ ব্যাটসম্যানের সঙ্গে ইরফান শুক্কুর ও সাজ্জাদুল হকের ফিফটিতে প্রথম ইনিংসে চারশ ছাড়িয়েছে চট্টগ্রামের সংগ্রহ।
- বিফলে গেল রোস্টন চেইসের বীরোচিত লড়াই। ইয়াসির শাহর দারুণ বোলিংয়ে ডোমিনিকা টেস্টে নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান।
- শাই হোপের ব্যাটে বার্বাডোজ টেস্টে চতুর্থ দিন পাঁচ ঘণ্টা রাজত্ব করেছে ওয়েস্ট ইন্ডিজ, জাগিয়েছে লড়াই করার মতো পুঁজি গড়ার আশা। লেগ স্পিনার ইয়াসির শাহর দারুণ বোলিংয়ে দিনের শেষ ঘণ্টায় ম্যাচে ফিরেছে পাকিস্তান।
- মিসবাহ-উল-হক, ইউনুস খানের বিদায়ী সিরিজের শুরুতে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। ইয়াসির শাহর নৈপুণ্যে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে অতিথিরা।
- আফিফ হোসেনের পর শতক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী। তাতে প্রথম ইনিংসে ৪৯০ রানের বড় সংগ্রহ গড়েছে পূর্বাঞ্চল।
- ২০০৫ সালে প্রথমবার ইংল্যান্ডের বিখ্যাত মাঠ লর্ডেস খেলার স্মৃতি ভুলে যেতে চাইতেও পারেন শাহাদাত হোসেন। সেই ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের এই পেসার। এবার তাকে সেই ‘বিব্রকতর’ রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ।
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নূপুর শর্মার ‘শিরশ্ছেদের উসকানি’, আজমীর শরীফের খাদেম গ্রেপ্তার
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
- টিভি সূচি (বুধবার, ০৬ জুলাই ২০২২)