ফাইনালের আগে দেশবাসীর ভালোবাসা টের পাচ্ছে নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের স্থানীয় সময় রাতে শুরু হওয়া বিশ্বকাপের ফাইনালে দেশকে সমর্থন জানাতে অনেকেই রাত জেগে খেলা দেখবেন বলে মনে করেন কিউই কোচ গ্যারি স্টেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2019, 03:36 PM
Updated : 13 July 2019, 03:36 PM

রোববার লর্ডসে নিউ জিল্যান্ডের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় ইংল্যান্ডের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে কেন উইলিয়ামসনের দল। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়া দেশটির রাগবি দলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। শুক্রবার সাংবাদিকদের কাছে নিজের উচ্ছ্বাসের কথা জানান স্টেড।

“আমাদের কাছে অনেক সমর্থনসূচক বার্তা এসেছে। আর সামনে কী অপেক্ষা করছে তা নিয়ে আমরা সত্যি রোমাঞ্চিত।”

“অনেক মানুষ অনেক রাত পর্যন্ত জেগে থাকবে এবং আমি জানি যে তাদের অনেকেই অনেক দেরিতে ঘুমাতে যাবে। সোমবার সম্ভবত দেশে ছুটি থাকবে কারণ নিউ জিল্যান্ডের বেশির ভাগ মানুষ খেলা দেখতে রাতে (রোববার) জেগে থাকবে।”