ইংল্যান্ড বিশ্বকাপ-অ্যাশেজ জিতলেও দায়িত্ব ছাড়বেন কোচ বেলিস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2019 09:01 PM BdST Updated: 12 Jul 2019 09:02 PM BdST
মনস্থির করে ফেলেছেন ট্রেভর বেলিস। বিশ্বকাপ ফাইনাল আর আসন্ন টেস্ট সিরিজে ফল যাই হোক অ্যাশেজ শেষেই দায়িত্ব ছাড়বেন ইংল্যান্ডের প্রধান কোচ।
আগামী রোববার লর্ডসে বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর নিজেদের মাটিতে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ।
২০১৫ সাল থেকে ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বেলিস। গত বছর দলকে নিয়ে যান আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে। সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে তার চুক্তির মেয়াদ। পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ১২ সেপ্টেম্বর। বিসিবি রেডিওকে বেলিস জানান, দা ওভালের ওই ম্যাচ দিয়েই ইতি টানবেন তিনি।
“আমি সব সময়ই বিশ্বাস করে এসেছি, চার কিংবা পাঁচ বছর ভালো করছেন, না করছেন না তা দেখার জন্য যথেষ্ট দীর্ঘ সময়। এখন ছেলেদের নতুন কণ্ঠ শোনার সময়। আশা করি, সেটা ওদের অন্য পর্যায়ে নিয়ে যাবে।”
“চার বছর আগে, গত বিশ্বকাপটা ইংল্যান্ডের ভালো কাটেনি। ওই আসরের পর আমরা ২০১৯ আসরের শিরোপা জেতার জন্য পরিকল্পনা করেছিলাম। এটা দারুণ একটা অনুভূতি যে, সেই স্বপ্ন পূরণের একটা সম্ভাবনা এখন আমাদের সামনে রয়েছে।”
বার্মিংহামের এজবাস্টনে বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে ইংল্যান্ড। তিনবারের রানার্সআপদের সামনে প্রথম শিরোপার হাতছানি। ৫৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচের আশা ইংল্যান্ডের লম্বা অপেক্ষার অবসান ঘটবে এবার।
“ম্যাচ শেষে আমরা চেঞ্জিং রুমে কথা বলেছি এবং উপলব্ধি করেছি, এখনও আমরা কিছু জিতিনি। ‘তোমরা ফেভারিট’ এমন প্রচুর কথা হবে এখন, আমরা এর কোনোটাতেই কান দিতে পারি না।”
বিশ্বকাপ শেষে ২৪ জুলাই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্ট। এরপর ১ অগাস্ট এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে পুরনো দুই প্রতিদ্বন্দ্বীর মর্যাদার সিরিজ, অ্যাশেজ।
-
আইসিসির বিশ্বকাপ একাদশে সাকিব
-
অস্ট্রেলিয়ান কোচের হাত ধরে ইংল্যান্ডের বিশ্বজয়
-
ওভারথ্রোয়ে ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার সিদ্ধান্ত ভুল: টাফেল
-
সতীর্থরা আস্থা রাখায় খুশি আর্চার
-
ওয়ানডে ইতিহাসের সেরা ম্যাচ?
-
আফগানিস্তান ‘এ’ দলের কাছে সিরিজ হারল ইমরুলরা
-
স্টোকসের যে ডাইভ ইংল্যান্ডকে নিল ট্রফির কাছে
-
বাউন্ডারি সংখ্যায় ট্রফির নিষ্পত্তি কতটা যৌক্তিক?
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা