-
অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে শূন্য রানে ফেরান জফরা আর্চার।
-
ব্যক্তিগত ৯ রানে ক্রিস ওকসের বাড়াতি লাফানো বলে থামেন দুর্দান্ত ফর্মে থাকা আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার।
-
টিকতে পারেননি বিশ্বকাপে প্রথম বারের মতো সুযোগ পাওয়া পিটার হ্যান্ডসকমও।
-
অ্যালেক্স কেয়ারিকে নিয়ে ১০৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন স্টিভ স্মিথ।
-
একই ওভারে কেয়ারি ও মার্কাস স্টয়নিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আবার বিপদে ফেলে দেন আদিল রশিদ।
-
আর্চারের দারুণ এক স্লোয়ারে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল।
-
৮৫ রান করা স্মিথ রান আউট হলে আড়াইশর বেশ আগেই থামে অস্ট্রেলিয়া।
-
রান তাড়ায় দলকে দারুণ শুরু এনে দেন দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়।
-
৫০ বলে ২ ছক্কা ও ৭ চারে ফিফটি পূরণ করেন রয়।
-
জনি বেয়ারস্টোকে ফিরিয়ে ১২৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মিচেল স্টার্ক।
-
আম্পায়ার কুমার ধর্মসেনার বাজে এক সিদ্ধান্তে থামেন ৮৫ রান করা রয়।
-
অধিনায়ক ওয়েন মর্গ্যানকে নিয়ে বাকিটা সহজেই শেষ করেন জো রুট।
ইংলিশ বোলারদের দারুণ বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। রান তাড়ায় জেসন রয়ের দাপুটে ব্যাটিংয়ের সামনে অসহায় দেখাল অস্ট্রেলিয়ান বোলারদের। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল ইংল্যান্ড। ছবি: রয়টার্স